সম্প্রতি আইওএস এবং এন্ড্রয়েডের জন্য ম্যাপ এপ্লিকেশনের আপডেট রিলিজ দেয়ার অল্প সময়ের মধ্যেই অপেক্ষাকৃত পুরাতন ম্যাপিং ফিচার “ল্যাটিচিউড” বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
কোম্পানিটির সাপোর্ট ওয়েবসাইটের এক পোস্টে এই ঘোষণা এসেছে। গুগল বলছে, ল্যাটিচিউডের প্রোপার্টিসমূহ অর্থাৎ মোবাইল এপস, ওয়েবসাইট, এপিআই এবং ব্যাজ- এসবগুলো একই ক্লিনআপের আওতায় আগামী ৯ আগস্ট থেকে আর উপলভ্য থাকবে না।
গুগল প্লাসের লোকেশন শেয়ারিং এবং চেক-ইন ফিচারকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই সর্বশেষ এই কৌশল নেয়া হচ্ছে।
আর এটি কোন অবাক করার মত বিষয়ও না। কারণ, গুগল প্লাস চালু হওয়ার পর থেকেই ল্যাটিচিউড থেকে দৃষ্টি সরিয়ে তাদের সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের দিকে নজর দিয়েছিল।
সুতরাং, ৯ আগস্টের পর ল্যাটিচিউডে থাকা আপনার বন্ধুদের আর খুঁজে পাবেন না এবং কোন প্রাইভেসি রিমাইন্ডারও আসবেনা। বরং গুগল এখন থেকে জি-প্লাসের লোকেশন ভিত্তিক টুল ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে। সেবাটির এন্ড্রয়েড এপে এসব বৈশিষ্ট্য পাওয়া যাবে, এবং আইওএস ভার্সনেও এগুলো “কামিং সুন” হিসেবে আছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।