বিং (Bing)

bing imgবিং (Bing) হচ্ছে মাইক্রোসফটের তৈরি সার্চ ইঞ্জিন। এটি স্ট্যান্ডার্ড ওয়েব সার্চ রেজাল্ট সহ ইমেজ, ভিডিও, শপিং নিউজ প্রভৃতি সার্চ সুবিধাও প্রদান করে থাকে। বিং এর ঠিকানা http://www.bing.com/

মাইক্রোসফটের ‘এমএসএন সার্চ’, যা পরবর্তীতে ‘উইন্ডোজ লাইভ সার্চ’ এ পরিবর্তিত হয়, সেটি থেকেই বিং এর উৎপত্তি। ২০০৯ সালে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিনের নাম রাখে ‘বিং’।

বিং এর স্লোগান হচ্ছে ‘বিং এন্ড ডিসাইড’- অর্থাৎ, বিং এ সার্চ করুন এবং সিদ্ধান নিন। কেননা, মাইক্রোসফট বিং’কে ‘ডিসিশন ইঞ্জিন’ বলেও পরিচিত করেছে যা ব্যবহারকারীকে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।

বিং সার্চ ইঞ্জিনটি মাইক্রোসফটের নিজস্ব অ্যালগোরিদম ব্যবহার করে। এটি সার্চ ফলাফল হিসেবে কখনো কখনো সরাসরি উত্তরও সরবরাহ করে থাকে। বিং এর হোমপেজের ব্যাকগ্রাউন্ডে ছবি দেখা যায় প্রতিদিন পরিবর্তিত হয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,575 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *