পুরোনো আইফোনের জন্য দুঃসংবাদ দিলো অ্যাপল

সম্প্রতি অ্যাপল তাদের WWDC/ডেভেলপার কনফারেন্সে তাদের সকল অপারেটিং সিস্টেমের নতুন ভার্শন রিলিজ  করেছে। আইওএস ১৭, আইপ্যাডওএস ১৭, ম্যাকওএস সনোমা, ওয়াচওএস ১০ এবং টিভিওএস ১৭ সব কিছুই অ্যাপল তাদের এবারের WWDC তে রিলিজ করেছে।

তবে নতুন এসব অপারেটিং সিস্টেম অ্যাপল তাদের পুরানো অনেক ডিভাইসে আপডেট করবে না বলে জানিয়েছে। চলুন জেনে নেয়া যাক নতুন এই অপারেটিং সিস্টেমগুলো অ্যাপল এর কোন কোন ডিভাইসে পাওয়া যাবে এবং কোন ডিভাইসে পাওয়া যাবে না।

আইওএস ১৭

আপনি যদি এখনো আইফোন ৮, আইফোন ৮ প্লাস অথবা আইফোন X ব্যবহার করেন তাহলে আপনি আপনার ফোনে আইওএস ১৭ এ আপডেট করতে পারবেন না। অন্যভাবে বলতে গেলে আইওএস ১৭ তে আপডেট করতে হলে আপনার আইফোনে A12 বায়োনিক চিপ বা এর থেকে আধুনিক বায়োনিক চিপ এর দরকার হবে।

জেনে নিন আইফোনের কি কি মডেলে আইওএস ১৭ এর আপডেট পাওয়া যাবে তার তালিকা-

  • আইফোন ১৪ সিরিজের সকল ফোন
  • আইফোন ১৩ সিরিজের সকল ফোন
  • আইফোন ১২ সিরিজের সকল ফোন
  • আইফোন ১১ সিরিজের সকল ফোন
  • আইফোন Xs
  • আইফোন Xs ম্যাক্স
  • আইফোন XR
  • আইফোন SE (২য় জেনারেশন বা তার পরবর্তী)

আইপ্যাডওএস ১৭

অ্যাপল আইপ্যাডে কাস্টোমাইজড লক স্ক্রিন, হেলথ অ্যাপ, ইন্টারেক্টিভ উইজেট সহ আরো অনেক আপডেট এনেছে। কিন্তু দূর্ভাগ্যবশত ফিফথ জেনারেশন আইপ্যাড অথবা ফার্স্ট জেনারেশন ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রোতে আইপ্যাডওএস ১৭ ইন্সটল করা যাবে না। আইপ্যাডওএস ১৭ সাপোর্টকৃত ট্যাবগুলো হলো-

  • আইপ্যাড (৬ষ্ঠ জেনারেশন এবং তার পরবর্তী)
  • আইপ্যাড মিনি (৫ম জেনারেশন এবং তার পরবর্তী)
  • আইপ্যাড এয়ার (৩য় জেনারেশন এবং তার পরবর্তী)
  • ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো (২য় জেনারেশন এবং তার পরবর্তী)
  • ১০.৫ ইঞ্চি আইপ্যাড প্রো
  • ১১ ইঞ্চি আইপ্যাড প্রো (১ম জেনারেশন এবং তার পরবর্তী)

ওয়াচওএস ১০

অ্যাপেল তাদের ওয়াচ ব্যবহারকারীদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে। ওয়াচওএস ৯ সম্বলিত সকল ওয়াচ ওয়াচওএস ১০এ আপগ্রেড করতে পারবে। আপনার কাছে যদি অ্যাপেল ওয়াচ সিরিজ ৪ অথবা তার পরবর্তী যেকোনো মডেলের ওয়াচ থাকে তাহলে আপনি ওয়াচওএস ১০ এ আপগ্রেড করতে পারবেন।

ম্যাকওএস সনোমা

ম্যাকওএস সনোমার মাধ্যমে ম্যাকেও এখন উইজেট আসছে। এছাড়া অন্যান্য ফিচারের সাথে সাথে নতুন গেমিং মোড রয়েছে যেটা গেমে সর্বোচ্চ ফ্রেমরেট প্রদান করতে পারে। নিম্নোক্ত ম্যাক ডিভাইসগুলোতে নতুন এই অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে-

  • আইম্যাক (২০১৯ এবং পরবর্তী)
  • ম্যাক প্রো (২০১৯ এবং পরবর্তী)
  • আইম্যাক প্রো (২০১৭)
  • ম্যাক স্টুডিও (২০২২ এবং পরবর্তী)
  • ম্যাকবুক এয়ার (২০১৮ এবং পরবর্তী)
  • ম্যাক মিনি (২০১৮ এবং পরবর্তী)
  • ম্যাকবুক প্রো (২০১৮ এবং পরবর্তী)

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

iPhone X

👉 অ্যাপল প্রকাশ করল AR/VR হেডসেট!

টিভিওএস ১৭ 

টিভিওএস ১৭ অবশেষে অ্যাপেল টিভিতে ফেসটাইম নিয়ে এসেছে। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে আপনি এখন আপনার আইফোনের মাধ্যমে আপনার অ্যাপেল টিভির রিমোট খুঁজে বের করতে পারবেন। এই অপারেটিং সিস্টেম অ্যাপেল টিভি 4K এবং অ্যাপেল টিভি HD তে পাওয়া যাবে।

অ্যাপল নতুন ফিচার যোগ করে সবসময় প্রযুক্তিগত দিক দিয়ে আপডেটেড থাকতে চায়। এজন্য অ্যাপল এর ক্ষেত্রে একটি মডেল অনেক দিন ধরে ব্যবহার করা সুখকর নাও হতে পারে। আপনি যদি অ্যাপল ব্যবহারকারী হন তাহলে আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম আপগ্রেডের অপশন আছে কি না আমাদের জানাবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *