বছর দুয়েক আগেই ফেসবুকের মূল মোবাইল অ্যাপ থেকে মেসেজিং ফিচার বাদ দিয়ে ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপ ইনস্টল করতে বাধ্য করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এরপরেও ব্রাউজারে ফেসবুকের মোবাইল সাইট ভিজিট করে সেখান থেকে চ্যাটিং করার সুবিধা চালু আছে এখন পর্যন্ত।
যারা মেসেঞ্জার অ্যাপ ইনস্টল করতে চান না কিংবা মোবাইলে মেসেঞ্জার সাপোর্ট করেনা, তাদের জন্য ফেসবুকের মোবাইল সাইটই ফোনে ফেসবুক চ্যাট করার জন্য একমাত্র উপায়। কিন্তু সেই রাস্তাও বন্ধ করার কথা ভাবছে ফেসবুক।
টেকক্রাঞ্চের এক প্রতিবেদন বলছে, নিকট ভবিষ্যতেই ফেসবুকের মোবাইল সাইট থেকে মেসেজিং ফিচারটি বাদ দেবে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট। এতে করে লোকজন মেসেঞ্জার অ্যাপ ইনস্টলে বাধ্য হবে।
তবে যাদের মোবাইলে মেসেঞ্জার অ্যাপ সাপোর্ট করেনা, তাদের ভাগ্যে কী ঘটবে সেটা এখনও নিশ্চিত না।
সময় হলেই সবকিছু জানা যাবে। আর সেজন্য আমাদের সাথেই থাকুন (ফ্রি সাবস্ক্রাইব করুন)।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।