ওয়ানপ্লাসের প্রথম অফিসিয়াল স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

বাংলাদেশের স্থানীয় বাজারে ওয়ানপ্লাসের যাত্রা শুরু হয়েছে। কোম্পানিটির নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড N30 SE 5G এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। মেইড ইন বাংলাদেশ এই ফোনটি ২২মে থেকে দেশের বিভিন্ন স্টোর এবং অনলাইন প্লাটফর্ম থেকে ক্রয় করা যাচ্ছে।

গত ১৪ মে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয় ওয়ানপ্লাস। সেদিন কোম্পানিটি দেশে ফোন তৈরির কথাও জানায়। উক্ত ইভেন্টে বাংলাদেশে তৈরি প্রথম ওয়ানপ্লাস স্মার্টফোন নর্ড এন৩০ এসই ফাইভজি প্রকাশ করা হয়। 

ফোনটিতে থাকছে ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে ডেপথ সেন্সর রয়েছে এর ব্যাকে। ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা পেয়ে যাবেন ফ্রন্টে। আরও থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা।

ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, ৪ জিবি র‍্যাম (আছে ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম সুবিধা)। পাচ্ছেন ১২৮ জিবি স্টোরেজ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ 5G ৭ ন্যানোমিটার চিপসেট। 

অনলাইনে গ্রাহকরা দারাজ, পিকাবু অথবা ডলবিয়ার থেকে ফোনটি অর্ডার করতে পারবেন। বিক্রি শুরুর প্রথম দিনেই দারাজ এবং পিকাবুর অনলাইন স্টোরের স্মার্টফোন বিভাগে ভলিউমের দিক দিয়ে এই ফোনটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে। 

OnePlus Nord N30 SE 5G

একনজরে জানুন ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি
  • র‍্যাম: ৪ জিবি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
  • চার্জিং: ৩৩ ওয়াট
  • ফিংগারপ্রিন্ট: সাইড মাউন্টেড
  • দাম: ১৫,৯৯৯ টাকা

ফোনটি সম্পর্কে আরও জানতে পারেন ওয়ানপ্লাস বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23