বিকাশে ১৩০ টাকা পর্যন্ত বোনাস আজকের সুপার অফারে!

শুধুমাত্র আজকের জন্য বিকাশ নিয়ে এলো ১৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। ব্যাংক টু বিকাশ ও কার্ড টু বিকাশ এড মানি করার মাধ্যমে পাওয়া যাবে এই সর্বোচ্চ ১৩০ টাকা ক্যাশব্যাক। চলুন জেনে নেওয়া যাক এই স্পেশাল বিকাশ অফার সম্পর্কে বিস্তারিত।

বিকাশ ১৩০ টাকা ক্যাশব্যাক অফার

প্রথমেই বলে রাখা ভালো এই অফারটি শুধুমাত্র মে মাসের ৪ তারিখ এর জন্য প্রযোজ্য। এর পর এই অফারটি কোনো ঘোষণা ছাড়া আর পাওয়া যাবেনা।

সর্বোচ্চ ১৩০ টাকা ক্যাশব্যাক অফার পেতে আলাদা মাধ্যমে দুইবার ৭,৫৯৯ টাকা করে এড মানি করতে হবে। ১৩০ টাকা ক্যাশব্যাক পেতে হলে কার্ড টু বিকাশ ও ব্যাংক টু বিকাশ থেকে এড মানি করতে হবে। বিকাশ ১৩০ টাকা ক্যাশব্যাক অফার সম্পর্কে সংক্ষেপে জানতে পারেন আমাদের পোস্ট থেকে।

  • ৭৫৯৯ টাকা ব্যাংক টু বিকাশ এড মানি করলে ৬৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে, সর্বোচ্চ ১ বার
  • ৭৫৯৯ টাকা কার্ড টু বিকাশ এড মানি করলে ৬৫টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে সর্বোচ্চ ১ বার

অর্থাৎ এখানে একাধিক মাধ্যমে এড মানি করে তবেই ১৩০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধুমাত্র একবার করে কার্ড টু বিকাশ ও ব্যাংক টু বিকাশ এড মানি করে অফারটি পাওয়া যাবে। ক্যাশব্যাক পাওয়া যাবে লেনদেন করার পরবর্তী কার্যদিবসের মধ্যে। বিকাশ ১৩০ টাকা ক্যাশব্যাক অফার শুধুমাত্র মে ৪, ২০২৩ এর জন্য প্রযোজ্য।

অফারটি পেতে বিকাশ অ্যাপে প্রবেশ করুন, এরপর My Offers সেকশন থেকে অফারের শর্ত জেনে সেগুলো পূরণ করলে পেয়ে যাবেন ১৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

bkash super offer 130 taka bonus

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ব্যাংক টু বিকাশ এড মানি করার নিয়ম জানতে নিচের পোস্ট ভিজিট করুন।

👉 ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার পদ্ধতি

কার্ড টু বিকাশ এড মানি করার নিয়ম জানতে নিচের পোস্ট ভিজিট করুন।

👉 কার্ড থেকে বিকাশে টাকা আনার উপায়

এছাড়া অন্যান্য বিকাশ অফার জানতে বিকাশ অ্যাপের মাই অফার সেকশন ভিজিট করতে পারেন।

নিচে অফারটির বিকাশ নোটিফিকেশন স্ক্রিনশট দেখে নিতে পারেন।

bkash super offer screenshot

আপনার মতামত কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *