নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল দেয়ার উপায়

জনপ্রিয় মেসেজিং সার্ভিসগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ একটি। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আমাদের মধ্যে এমন কম মানুষই রয়েছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনা। বিশেষ করে বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে যোগাযোগে হোয়াটসঅ্যাপ অধিক ব্যবহৃত হয়। যেহেতু হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু করতে নাম্বার দ্বারা কাউকে এড করতে হয়, তাই অধিকাংশ সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পরিচিত মানুষজনের সাথে চ্যাট করে থাকি।

কিছু অবস্থা বিবেচনায় কারো ফোন নাম্বার সেভ করা ছাড়া উক্ত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর প্রয়োজন হতে পারে। হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে বা কল করতে তার নাম্বার আগে থেকেই সেভ করতে হয় মোবাইলে, যে বিষয়টি কিছুটা হলেও বিরক্তিকর। এরপর হোয়াটসঅ্যাপ আপনার ফোনবুক থেকে সেই কন্টাক্ট নম্বর এক্সেস করে থাকে।

ধরুন কোনো ডেলিভারি পার্সনকে আপনার বাসার এড্রেস হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সেক্ষেত্রে তার ফোন নাম্বার সেভ করতে গেলে বাড়তি সময় ব্যয় হবে। আবার এই ডেলিভারি পার্সনের ফোন নম্বর আপনার এরপর আর দরকারও হবেনা। সুতরাং শুধুমাত্র একবার মেসেজ পাঠানোর জন্য মোবাইলে একটি ফোন নম্বর সেভ করা কোনো ভাল সমাধান হতে পারেনা।

মজার ব্যাপার হলো কারো নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর উপায় রয়েছে। খুব সহজে ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানো যাবে নাম্বার সেভ না করেই। এমনকি আপনি তাকে হোয়াটসঅ্যাপে কলও করতে পারবেন। “Click to chat” ফিচার এর মাধ্যমে wa.me শর্টলিংক ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কনভার্সেশন শুরু করা যায়। 

নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর উপায়

নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর এই ফিচারটি অ্যান্ড্রয়েড, আইফোন, কম্পিউটারসহ হোয়াটসঅ্যাপ সাপোর্টেড যেকোনো ডিভাইসে ব্যবহার করা যাবে। কারো নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করতেঃ

  • যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন
  • এড্রেস বারে wa.me/”number” লিখে উক্ত লিংকে প্রবেশ করুন। অর্থাৎ কাংখিত ফোন নাম্বার +8801234567890 হলে এড্রেস বারে লিখবেন wa.me/+8801234567890

উল্লেখ্য যে ফোন নাম্বার লিখার ক্ষেত্রে অবশ্যই কান্ট্রি কোড লিখতে হবে। অর্থাৎ বাংলাদেশের কোনো নাম্বারে মেসেজ পাঠাতে চাইলে কান্ট্রি কোড +88 যোগ করতে হবে। অর্থাৎ 01234567890 নাম্বারে মেসেজ পাঠাতে অবশ্যই +88 কান্ট্রি কোড লিখতে হবে।

নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল দেয়ার উপায়
  • এরপরের পেজে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট দেখতে পাবেন, যেখানে গ্রিন মেসেজ বাটন রয়েছে
  • “Continue to chat” বাটনে ট্যাপ করুন
  • এরপর সরাসরি হোয়াটসঅ্যাপে উক্ত নাম্বারের সাথে চ্যাট ওপেন হবে

এই পদ্ধতি অনুসরণ করে অ্যান্ড্রয়েড ও আইওএস, উভয় প্ল্যাটফর্মে নাম্বার কনটাক্ট লিস্টে সেভ করা ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে। কম্পিউটারেও একইভাবে সেভ না করা নাম্বারে মেসেজ পাঠানো যাবে।

নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ কল করার উপায়

আপনি এই পদ্ধতি অনুসরণ করে হোয়াটসঅ্যাপে কারও নম্বর সেভ না করেই তাকে কলও করতে পারবেন। কীভাবে? প্রথমে উপরের নির্দেশনা অনুসরণ করে কাঙ্ক্ষিত নম্বরে চ্যাট ওপেন করুন। এরপর আপনি তাকে মেসেজ পাঠানোর স্ক্রিনেই কল করার অপশনও পাবেন। সেখান থেকে ডায়াল চিহ্নে ক্লিক করে তাকে কল করতে পারবেন। খুবই সহজ!

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল দেয়ার উপায়

হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোর উপরের দিকে ডান পাশে কল করার অপশন পাবেন। উপরের স্ক্রিনশট লক্ষ্য করলেই দেখতে পাবেন।

👉 হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ সুবিধা যা টাকা দিয়ে কিনতে হবে

আবার WhatsDirect এর মত অ্যাপ ব্যবহার করেও একই কাজ করা যাবে বেশ সহজে। এই অ্যাপ ব্যবহার করে নাম্বার কনটাক্ট লিস্টে সেভ না করেও যে কাউকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাবে। 

👉 বোনাস ভিডিওঃ গ্রামীণফোন ই-সিম সম্পর্কে যেসব তথ্য আপনার জানা দরকার

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *