সনি আনছে নতুন পানিরোধী স্মার্টফোন এক্সপেরিয়া ZR: পানির নিচেই HD ভিডিও!

ইলেকট্রনিকস নির্মাতা সনি সম্প্রতি তাদের নতুন আরেকটি পানিরোধী স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এক্সপেরিয়া জেডআর মডেলের এই ডিভাইসটি মূলত সনি’র ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড মোবাইল “এক্সপেরিয়া জেড” এর একটু ছোট ভার্সন। নতুন ফোনটি ১.৫ মিটার পানির নিচেও এইচডি ভিডিও ধারণ করতে সক্ষম।

সনি এক্সপেরিয়া জেডআরে রয়েছে ৪.৬ ইঞ্চি (৭২০পি) স্ক্রিন। (অরিজিনাল এক্সপেরিয়া জেডে ৫ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যায়); গেজেটটিতে সনির “অপটিকনট্রাস্ট” প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা উজ্জ্বল সূর্যালোকেও ভাল গ্রাফিক্স উপহার দেবে। স্মার্টফোনটির আভ্যন্তরীণ স্টোরেজ ৮ জিবি এবং আরও বৃদ্ধির জন্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। ডিভাইসটি এন্ড্রয়েড ৪.১ জেলি বিন ওএস এ চলে।

এতে আরও আছে ১.৫ গিগাহার্টজ এস৪ কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র‍্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, আইপি৫৫/ আইপি৫৮ ইনগ্রেস প্রটেকশন রেটিং, ২৩০০ এমএএইচ ব্যাটারি, এলটিই ফোরজি, ওয়াইফাই, জিপিএস প্রভৃতি। এর ফ্রন্ট ক্যামেরাটি ভিজিএ মানের।

স্মার্টফোনটির ব্যাটারি স্ট্যামিনা মুড সক্রিয় করলে সেটি স্ক্রিন অফ থাকা অবস্থায় অধিক শক্তিক্ষয়ী এপ্লিকেশন নিজ থেকেই বন্ধ করে দেয় এবং ডিসপ্লে ফিরে এলে তা আবার চালু করা হয়। ফলে সেটটির স্ট্যান্ডবাই টাইম প্রায় ৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় বলে জানিয়েছে সনি।

চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে আসবে সনি এক্সপেরিয়া জেডআর। তবে এর কোন প্রাইস ট্যাগ এখনও জানা যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *