সস্তায় এন্ড্রয়েড স্মার্টফোন দিচ্ছে গ্রামীণফোন!

13096013_1374138402601610_2394220430986658066_n.png.jpg

গ্রাহকদের কম দামে স্মার্টফোন দিতে ওকাপিয়া ও লাভা ব্র‍্যান্ডের দুটি সুলভ এন্ড্রয়েড মোবাইল বাজারে আনার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। থ্রিজি, ওয়াইফাই সমৃদ্ধ এই সস্তা এন্ড্রয়েড স্মার্টফোন দুটিতে থাকছে দুটি করে ক্যামেরা।

ওকাপিয়া আলো মডেলের স্মার্টফোনটিতে আছে ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ১.০ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, চার গিগাবাইট রম, ৫১২ মেগাবাইট র‌্যাম, ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৪০০ এমএএইচ ব্যাটারি, এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস প্রভৃতি। এর দাম ২৫৯৫ টাকা।

অপরদিকে লাভা আইরিশ ৫০৫ ফোনে পাচ্ছেন ৪ ইঞ্চি স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৪ জিবি রম, ৫১২ মেগাবাইট র‌্যাম, ২ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৪০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম প্রভৃতি। এই সেটটির দাম ২৯৪৫ টাকা।

৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ১ বছরের ওয়ারেন্টি সহ এই ফোনদুটি কিনলে জিপি গ্রাহকরা আরও পাবেন ২৫ টাকায় ১০০ মিনিট (জিপি-জিপি), ১০০ এসএমএস ও ৫০০ মেগাবাইট ইন্টারনেট ডেটা।

সেটদুটি কিনতে গ্রামীণফোন সেন্টারে যোগাযোগ করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23