অনলাইনে অর্থ আদানপ্রদানের সেবা চালু করছে ফেসবুক?

facebook logo.... 4343সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক অনলাইনে অর্থ আদান-প্রদানের সেবা চালু করার পরিকল্পনা করছে। বর্তমানে কোম্পানিটি আয়ারল্যান্ডে ইলেকট্রনিক মানি ট্র্যান্সফার সার্ভিস চালুর অনুমোদনে অপেক্ষায় আছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। সেখানে ‘ই-মানি’ নামের এই সেবাটির মাধ্যমে লোকজন ফেসবুক একাউন্টের মধ্যেই টাকা জমা রাখতে ও অন্যকে প্রদান করতে পারবে।

ই-মানি সেবার সম্প্রসারণের জন্য লন্ডনে তিনটি মানি ট্র্যান্সফার স্টার্টআপ কোম্পানির সাথে আলোচনা করছে ফেসবুক। এগুলো হচ্ছে, ট্র্যান্সফার ওয়াইজ, মনি টেকনোলজিস ও অ্যাজিমো।

অবশ্য, এই ব্যাপারে ফেসবুকের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ফেসবুকের অনলাইন মানি ট্র্যান্সফার সার্ভিসের পরিকল্পনার খবর এটাই প্রথমবারের মত নয়। গত বছরের প্রথম দিকেও এমন খবর শোনা যাচ্ছিল। এখন দেখা যাক, কবে নাগাদ এই গুজবের অবসান ঘটে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,547 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *