মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস সার্ভিস অর্থের লেনদেনে এক নতুন যুগের সূচনা করেছে। লেনদেন করতে আজকাল আর ব্যাংক অ্যাকাউন্ট জরুরি নয়। আর এই খাতে আমাদের দেশে সবথেকে জনপ্রিয় এমএফএস বিকাশ। বিকাশ আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে দৈনন্দিন জীবনে এটি এখন খুবই দরকারি। বিভিন্ন পেমেন্ট, কেনাকাটা বা কাউকে টাকা পাঠাবার ক্ষেত্রে বিকাশের মতো বিকল্প খুব কম রয়েছে।
বিকাশের এই জনপ্রিয়তার কারণেই প্রতিনিয়ত বিকাশে নতুন নতুন সুবিধা যুক্ত হচ্ছে। বিকাশের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধাগুলোর মধ্যে অন্যতম একটি সুবিধা হচ্ছে ব্যাংক টু বিকাশ সেবা। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে টাকা অ্যাড মানি বা যুক্ত করার সেবা। এই সেবা চালুর মাধ্যমে বিকাশে যে কোন সময় টাকা ট্রান্সফার করা যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বিকাশে বর্তমানে বাংলাদেশের অনেকগুলো সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে এই সেবা পাওয়া যায়। অন্য বিকল্প এমএফএস সেবাগুলোতে এই ধরণের সুবিধা থাকলেও সেখানে সাপোর্টেড ব্যাংকের সংখ্যা নগণ্য। ফলে বিকাশ ব্যবহারকারীরা ব্যাংক হতে অ্যাড মানি করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পান।
বিকাশে জরুরি ভাবে অ্যাড মানি করবার দরকার পড়ে আমাদের অনেক সময়। পেমেন্ট, কাউকে টাকা পাঠানোর জন্য অ্যাড মানি সেবাটি অতি জরুরি সেবা। সবসময় বিকাশ এজেন্ট খুঁজে পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই অ্যাড মানি সেবা সময় বাঁচায় ও লেনদেনকে সহজ করে দেয়। আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করবার বিস্তারিত পদ্ধতি।
ব্যাংক থেকে বিকাশে টাকা নিতে কী কী প্রয়োজন?
ব্যাংক থেকে বিকাশে টাকা নিতে প্রথমেই একটি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকা জরুরি। ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো যায় দুটি নিয়মে। কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট সরাসরি বিকাশের সাথে সংযুক্ত করা যায়। এসব ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে আপনার বিকাশ অ্যাপের প্রয়োজন হবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্টের তথ্য পুরোপুরি মিলতে হবে। আর কিছু ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে বিকাশে অ্যাড মানি করা যায়। এক্ষেত্রে বিকাশ অ্যাপ জরুরি নয়। আপনি ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেই যে কোন সচল বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন। অর্থাৎ এই পদ্ধতিতে বিকাশ অ্যাকাউন্ট নিজের হতে হবে এমন বাধ্যবাধকতা নেই।
ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে টাকা নেয়ার পদ্ধতি
বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট আপনি সরাসরি সংযুক্ত করতে পারবেন। পরবর্তীতে এসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি দ্রুত ও সহজে বিকাশে টাকা নিতে পারবেন। এই পদ্ধতিতে যেসব ব্যাংক ব্যবহার করে টাকা আনা যায়ঃ
- অগ্রণী ব্যাংক
- এবি ব্যাংক
- ঢাকা ব্যাংক
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
- আইএফআইসি ব্যাংক
- সোনালি ব্যাংক
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- এনআরবিসি ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
এসব ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনার বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পুরোপুরি মিলতে হবে। তাহলেই শুধু অ্যাড মানি করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট বিকাশের সঙ্গে সংযুক্ত করতে নিচের নির্দেশনা অনুসরণ করুনঃ
- বিকাশ অ্যাপ ওপেন করে পিন দিয়ে লগইন করুন।
- হোমপেজ থেকে ‘অ্যাড মানি’ অপশনে ট্যাপ করুন।
- এবার ‘ব্যাংক টু বিকাশ’ অপশনে প্রবেশ করুন।
- ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনটি সিলেক্ট করুন।
- এখান থেকে সাপোর্টেড সকল ব্যাংকের তালিকা দেখে আপনার ব্যাংকের নামটিতে ট্যাপ করুন।
- ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার অনুমতি চেয়ে একটি পপআপ দেখতে পাবেন। সেটিতে ট্যাপ করুন।
- এবার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেয়ার একটি জায়গা পাবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ‘এগিয়ে যান’ বাটনে ট্যাপ করলে আপনার নম্বরে একটি ওটিপি আসবে লিঙ্ক নিশ্চিত করতে। ওটিপি প্রদান করলে সকল তথ্য ঠিক থাকলে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে।
- সফলভাবে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আপনি তালিকার প্রথমে দেখতে পাবেন।
এবার ব্যাংক থেকে অ্যাড মানি করতে চাইলে নিচের নির্দেশনা অনুযায়ী কাজ করুনঃ
- উপরের নির্দেশনা থেকে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে চলে যান। ব্যাংক অ্যাকাউন্ট তালিকার প্রথমেই সংযুক্ত ব্যাংক দেখতে পাবেন। যে ব্যাংক হতে টাকা অ্যাড করতে চান সেটি সিলেক্ট করুন।
- নতুন পেজে এই ব্যাংকের সফলভাবে সংযুক্ত অ্যাকাউন্টের তালিকা দেখতে পাবেন। যে অ্যাকাউন্ট থেকে টাকা নিতে চান সেটিতে ট্যাপ করুন।
- এবার পরবর্তী পেজে নিজের বিকাশ নম্বরে ট্যাপ করুন।
- যে পরিমাণ অ্যাড মানি করতে চান সেটি অংকে প্রবেশ করিয়ে সামনে এগিয়ে যান।
- এবার পুরো লেনদেনটির একটি বিবরণ আপনাকে দেখানো হবে। সব ঠিক থাকলে নিচে ‘নিশ্চিত করুন’ বাটন চাপ দিন। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি ওটিপি চলে যাবে আপনার নম্বরে। ওটিপি সঠিকভাবে প্রবেশ করালেই অ্যাড মানি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে।
সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেয়ার পদ্ধতি
অনেকগুলো ব্যাংকেই আপনি তাদের নিজস্ব ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে সরাসরি যে কোন বিকাশ নম্বরে অ্যাড মানি করতে পারবেন। এখানে বিকাশ অ্যাকাউন্ট নিজের হবার বাধ্যবাধকতা নেই। এই ব্যাংকগুলো হলঃ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
- ব্যাংক এশিয়া
- ব্রাক ব্যাংক
- সিটি ব্যাংক
- সিটিজেনস ব্যাংক পিএলসি
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
- ঢাকা ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক
- এক্সিম ব্যাংক
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
- ইসলামী ব্যাংক বাংলাদেশ
- যমুনা ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- মেঘনা ব্যাংক
- মধুমতি ব্যাংক
- এনসিসি ব্যাংক
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- এনআরবিসি ব্যাংক
- এনআরবি ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক
- পদ্মা ব্যাংক
- পূবালী ব্যাংক
- প্রাইম ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- রুপালী ব্যাংক
- শাহজালাল ইসলামী ব্যাংক
- সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক
- সোশ্যাল ইসলামী ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
- সীমান্ত ব্যাংক
- স্ট্যান্ডার্ড ব্যাংক
- ট্রাস্ট ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
- উরি ব্যাংক বাংলাদেশ
এই ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল বা অ্যাপ থেকে বিকাশ অ্যাড মানি করা যায়। পোর্টাল বা অ্যাপ লিঙ্ক আপনি বিকাশ অ্যাপের ব্যাংক অ্যাকাউন্ট তালিকা হতে পেতে পারেন।
প্রতিটি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের ডিজাইন আলাদা বলে আলাদা আলাদা স্থানে বিকাশে টাকা পাঠানোর অপশনটি খুঁজে পাবেন। তবে সব ব্যাংকেই মূলত প্রথমে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ নম্বর অ্যাড করে নিতে হবে। এজন্যঃ
- প্রথমে আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপে লগইন করুন।
- ‘Manage Beneficiary’ অপশনে চলে যান।
- আপনি যে বিকাশ নম্বরে টাকা পাঠাতে চান সেটি প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করুন।
- এবার ব্যাংকের ফান্ড ট্রান্সফার অপশন থেকে আপনি সেই বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে ব্যাংকের দেয়া নির্দেশনা অনুসরণ করে লেনদেন সম্পন্ন করুন।
ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার খরচ ও সীমা
ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার ক্ষেত্রে বাড়তি কোন খরচ নেই। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। কাজেই এটি খুবই কার্যকর একটি সেবা।
ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে সর্বনিম্ন ৫০ টাকা অ্যাড মানি করা যাবে। এছাড়া প্রতিদিন আপনি সর্বোচ্চ ৫০ হাজার টাকা অ্যাড মানি করতে পারবেন। মাসে করা যাবে ৩ লাখ টাকা পর্যন্ত। এছাড়া প্রতিদিন ২০ টি এবং মাসে ৫০ টি ব্যাংক টু বিকাশ লেনদেন করা যাবে।
অর্থাৎ বিকাশে অ্যাড মানি করা যায় এমন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারে আপনি পাবেন বাড়তি এই সুবিধা। যে কোন জরুরি প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেয়ার এই পদ্ধতি জেনে রাখা গুরুত্বপূর্ণ। যে কোন সময় এটি ব্যবহার করবার দরকার হতে পারে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
I agreed for my bkash loan
Nice line
Nice app