এবার “গ্যালাক্সি মেগা” স্মার্টফোন বানাচ্ছে স্যামসাং?

বিশ্বব্যাপী বেস্টসেলার এন্ড্রয়েড ডিভাইস নির্মাতা স্যামসাং এবার “গ্যালাক্সি মেগা” স্মার্টফোন তৈরির কাজে হাত দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি সিরিজের সাফল্যের পরে জিএস ফোর এবং জিএস ফোর মিনি পর্যন্ত আলোচনা চললেও কোরিয়ার ইটি নিউজ এক সাম্প্রতিক প্রতিবেদনে ৬.৩ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট বড় আকারের গ্যালাক্সি ফোন বাজারে আসার পূর্বাভাস দিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, গুগল নেক্সাস ৭ এর মত অন্যান্য ৭ ইঞ্চি ট্যাবলেট ডিভাইসের সাথে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে তৈরি এই গেজেটে ডুয়াল কোর এক্সাইনস প্রসেসর, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

এদিকে স্যমসাংয়ের ভবিষ্যৎ স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য বিষয়ে খোঁজ-খবর রাখে এমন একটি ওয়েবসাইট “স্যামমোবাইল” আরেকটু এগিয়ে দাবী করেছে গ্যালাক্সি মেগা হ্যান্ডসেটে ৯৬০ x ৫৪০ রেস্যুলেশন সমৃদ্ধ ডিসপ্লে, ১.৪ গিগাহার্টজ এক্সাইনস প্রসেসর, ৪.১.২/ ৪.২.২ জেলি বিন ওএস, ৮ এমপি ব্যাক- ২ এমপি ফ্রন্ট ক্যামেরা, এবং ১ জিবি র‍্যাম পাওয়া যাবে।

কিন্তু স্যামমোবাইলের দাবী অনুযায়ী, গ্যালাক্সি মেগায় ৫.৮ ইঞ্চি স্ক্রিন থাকবে যা জিএস নোট ২ এর চেয়ে ০.৩ ইঞ্চি বড়। স্যামসাং গত মাসে ৫ ইঞ্চি (১৯২০ x ১০৮০) ডিসপ্লেযুক্ত গ্যালাক্সি এস ফোর ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন উন্মুক্ত করে। এতে রয়েছে ১.৯ গিগাহার্টজ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৬০০ (অথবা এলাকাভেদে ১.৮ গিগাহার্টজ এক্সাইনস ৫ অক্টা) প্রসেসর ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা প্রভৃতি। ১৬ এপ্রিল থেকে এর প্রি-অর্ডার নেয়া শুরু হবে। অবশ্য ইতোমধ্যেই গ্যালাক্সি এস ফোর মিনি বাজারে আসার গুজবও ছড়িয়ে পরেছে।

আপনার কি মনে হয় স্যামসাং সত্যিই গ্যালাক্সি মেগা তৈরি করছে? আপনি কত ইঞ্চি ডিসপ্লে চান? ৬.৩ নাকি ৫.৮ ?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,555 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *