কম দামে ৪জি কানেকটিভিটি যুক্ত ফোন খুঁজছেন? এই পোস্টে জানতে পারবেন সস্তা ৪জি স্মার্টফোন সম্পর্কে। এর মধ্যে কিছু ফোন বাজারে গিয়ে কিনতে হবে, আবার কিছু ফোন কিনতে পারবেন গ্রামীণফোন এর মাধ্যমে। এই ফোনগুলোর দাম ২থেকে ৬হাজার টাকার মধ্যে। এর চেয়ে বেশি যদি আপনার বাজেট হয়ে থাকে তবে বাংলাটেক এর ১০হাজার বা ২০হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনের তালিকা দেখতে পারেন।
সিম্ফনি জি৫০ – Symphony G50

সিম্ফনি কমদামে সেরা ফিচারের ফোন বাজারে আনে সবসময়। একদম কম মূল্যে ৪জি ফোন চাইলে সিম্ফনি হতে পারে আপনার পছন্দের ব্র্যান্ড। তাদের জি৫০ মডেলটি বেশ কিছু অসাধারন ফিচার সহ ৪জি সুবিধা নিয়ে বাজারে এসেছে। ৫.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লের এই ছোট ফোনটির চারপাশে বেজেল দেখতে পাবেন কিছুটা।
তবে এই দামে সেটা নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। বেশ ভালোভাবেই ফোনের সকল কাজ করা যাবে এই ডিসপ্লে দিয়ে। পিছনে একটি ও সামনে একটি সেলফি ক্যামেরা রয়েছে ফোনে। পেছনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে ভিডিওকলে টুকিটাকি কথা বলে নিতে পারবেন।
এছাড়া কোয়াড কোরের প্রসেসর আছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন থাকায় হালকা সব কাজ বেশ ভালোভাবেই করা যায়। ফোনে মাত্র ১ জিবি র্যাম পাবেন, তবে স্টোরেজের ক্ষেত্রে ৩২ জিবি পেয়ে যাবেন। এছাড়া ৩০০০ মিলিএম্প ব্যাটারিও সারাদিন ব্যাকাপ দিতে পারবে।
একনজরে সিম্ফনি জি৫০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫.৭ ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ
- র্যামঃ ১ জিবি
- স্টোরেজঃ ৩২ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩০০০ মিলিএম্প
সিম্ফনি জি৫০ এর দামঃ ৫,৯৯০ টাকা
সিম্ফনি জি১০+ – Symphony G10+

সিম্ফনির এই ফোনটি জি৫০ থেকে আরেকটু ছোট ও কম শক্তিশালী। তবে এতেও আছে ৪জি ইন্টারনেটের সুবিধা। ফোনটির ডিসপ্লে মাত্র ৫ ইঞ্চি এবং হাতে ধরে বেশ মজা পাবেন। একহাতে ব্যবহারের জন্য এটি বেশ ভালো একটি ফোন। এতে একটু পুরনো অ্যান্ড্রয়েড ১০ এর গো এডিশন পাবেন। তবে এটিও বেশ ভালোভাবেই স্বাভাবিক কাজ করতে পারে। অক্টাকোর প্রসেসর আছে ফোনে। এই ফোনের স্টোরেজ মাত্র ১৬ জিবি, র্যাম রয়েছে ১ জিবি।
ফোনের ব্যাটারি ২৫০০ মিলিএম্প। তবে সামনে কিছুটা ভালো সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে। সামনে ও পিছনে উভয় জায়গাতেই ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফলে ভিডিওকলে আরেকটু ভালো অভিজ্ঞতা পেয়ে যাবেন ফোন থেকে। তবে মাত্র ৩০০ টাকা কমে এই ফোনটি না নিয়ে জি৫০ মডেলের ফোনটি নেয়াই ভালো হবে যদি না আপনার একটু ভালো সেলফি ক্যামেরার দরকার না হয়।
একনজরে সিম্ফনি জি১০+ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫ ইঞ্চি
- প্রসেসরঃ অক্টাকোর ১.৬ গিগাহার্জ
- র্যামঃ ১ জিবি
- স্টোরেজঃ ১৬ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ২৫০০ মিলিএম্প
সিম্ফনি জি১০+ এর দামঃ ৫,৭০০ টাকা
আইটেল এ২৪ প্রো – Itel A24 Pro

বাজারে নতুন আসা এই ফোনটি ৬ হাজার টাকা বাজেটের মধ্যেই বেশ ভালো সব ফিচার নিয়ে হাজির হয়েছে। ৪জির সুবিধা ছাড়াও পারফর্মেন্সের দিক থেকে এই দামের অন্যান্য অনেক ফোনের থেকেই এই ফোনটি এগিয়ে থাকবে। এই ফোনে ২ জিবি র্যাম দেয়া আছে যা সাধারণত এই দামে খুব একটা দেখা যায় না। তাছাড়া ৩২ জিবির স্টোরেজ সুবিধাও পাবেন। ফোনটি একদম ছোট ও ৫ ইঞ্চির ডিসপ্লে আছে।
ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন পাবেন। লেটেস্ট অপারেটিং সিস্টেম হওয়ায় নতুন বিভিন্ন ফিচারও পেয়ে যাবেন এখানে। ক্যামেরার ক্ষেত্রে ফোনটি কিছুটা পিছিয়ে থাকবে। পিছনের মূল ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের আর সামনে ভিজিএ কোয়ালিটির একটি ক্যামেরা পাবেন। তবে এই ছোট ফোনেরও আছে ৩০২০ মিলিএম্প ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ একটানা এই ফোনটি ব্যবহার করা যাবে। এছাড়া ফেস আনলকের মতো ফিচারও দেয়া হয়েছে এই ফোনে।
একনজরে আইটেল এ২৪ প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫ ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ
- র্যামঃ ২ জিবি
- স্টোরেজঃ ৩২ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ২ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ০.৩ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩০২০ মিলিএম্প
আইটেল এ২৪ প্রো এর দামঃ ৫,৯৯০ টাকা
ওয়ালটন প্রিমো এফ১০ – Walton Primo F10

দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের এই ফোনটি ৬ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা ৪জি ফোন। ফোনটি ভোলটিই সাপোর্ট করে এবং ৪জি এর সেরা সুবিধাগুলো এই ফোনে উপভোগ করা যায়। আছে কোয়াড কোরের প্রসেসর। দৈনন্দিন কাজ স্মুথলি করতে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন দেয়া হয়েছে। র্যাম পাবেন ১ জিবি এবং ১৬ জিবি স্টোরেজও থাকবে। ফোনটি বেশ বড়, ৫.৯৯ ইঞ্চির আইপিএস ডিসপ্লে আছে এখানে যা এই দামে বেশ ভালো একটি ডিসপ্লে।
ফোনটির বড় সুবিধা এর ক্যামেরা সেকশনে। পিছনে ৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা দেয়া হয়েছে যা দাম হিসেবে ভালো ছবি তুলতে সক্ষম। ক্যামেরাটি ফিচার সমৃদ্ধ। সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকায় ভিডিওকল করতে পারবেন অনায়াসে। এছাড়া ৩০০০ মিলিএম্পের ব্যাটারিও রয়েছে লম্বা ব্যাটারি ব্যাকাপ দেয়ার জন্য। এই দামেও ওয়ালটন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, তাছাড়া ফেস আনলকের সুবিধাও রেখেছে তারা।
একনজরে ওয়ালটন প্রিমো এফ১০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫.৯৯ ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ
- র্যামঃ ১ জিবি
- স্টোরেজঃ ১৬ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩০০০ মিলিএম্প
ওয়ালটন প্রিমো এফ১০ এর দামঃ ৫,৭৯৯ টাকা
লাভা বেনকো ওয়াই৫০ প্রো – Benco Y50 Pro

বেনকো ব্র্যান্ডটি খুব বেশি পরিচিত না হলেও এই ফোনটি কম দামের মধ্যেই খুব ভালো সুবিধাসহ অফিসিয়ালভাবেই বাজারে পেয়ে যাবেন। ৪জির পুরো সুবিধা পাবেন এই ফোনে, সকল ব্যান্ডসহ এর নেটওয়ার্ক রিসেপশন বেশ ভালো। এই ফোনটি পারফর্মেন্সেও সেরা। কেননা এখানে আপনি ২ জিবি র্যাম পাবেন। সেই সাথে স্টোরেজ আছে ১৬ জিবি। ফোনে ইউনিসকের একটি কোয়াড কোর সিপিইউ দেয়া হয়েছে। ফলে বেশ স্মুথ কাজ করবে ফোনটি।
আর এতে সাহায্য করতে আছে অ্যান্ড্রয়েড ১০ এর গো এডিশন। ক্যামেরার দিক থেকেও বেশ ভালো এটি। পিছনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন ভিডিও কল করতে। এছাড়া ৩১০০ মিলিএম্প ব্যাটারি রয়েছে এই ফোনে। ৫.৭১ ইঞ্চির এই ফোনটি দেখতেও ভালো ও স্টাইলিশ।
একনজরে লাভা বেনকো ওয়াই৫০ প্রো প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫.৭১ ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ
- র্যামঃ ২ জিবি
- স্টোরেজঃ ১৬ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩১০০ মিলিএম্প
লাভা বেনকো ওয়াই৫০ প্রো এর দামঃ ৫,৯৯০ টাকা
ম্যাক্সিমাস ডি৭ – Maximus D7
মাত্র দুই হাজার টাকায় পাওয়া যাবে স্মার্টফোন, তাও আবার ৪জি কানেকটিভিটিn যুক্ত – অবাক হওয়ার মত ব্যাপার না? বর্তমানে যেখানে ফিচার ফোনের দাম ২হাজার এর চেয়েও বেশি, সেখানে এতো কম টাকায় আস্ত একটা নতুন স্মার্টফোন পাওয়ার বিষয়টি যে কাউকে অবাক করতে বাধ্য।
মাত্র ২হাজার টাকা দামের এই ফোনটিতে রয়েছে ১জিবি র্যাম ও ৮জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে ৫মেগাপিক্সেল এর ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরাতে থাকছে ৫মেগাপিক্সেল এর ক্যামেরা। ১.৩গিগাহার্জ ক্লকস্পিডের কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
মাত্র ১৮০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ৪ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে, যা দাম বিবেচনায় মানানসই বলা চলে।
একনজরে ম্যাক্সিমাস ডি৭ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৪ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৩গিগাহার্জ
- র্যামঃ ১জিবি
- স্টোরেজঃ ৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ১৮০০মিলিএম্প

ম্যাক্সিমাস ডি৭ এর দামঃ ১৯৯৯টাকা
মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ – Micromax Canvas 1
৪হাজার টাকার মধ্যে ব্যবহারযোগ্য একটি ফোনের খোঁজে থাকলে মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ আপনাকে হতাশ করবেনা। ফোনটিতে রয়েছে ৫ইঞ্চি ডিসপ্লে ও ১.৩গিগাহার্জ ক্লকস্পিডের কোয়াড কোর প্রসেসর। র্যাম থাকছে ২জিবি ও স্টোরেজ থাকছে ১৬জিবি, যা দাম বিবেচনায় অসাধারণ বলা চলে৷ ৮মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। ২৫০০মিলিএম্প এর ব্যাটারি থাকছে মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ ফোনটিতে।

একনজরে মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৩গিগাহার্জ
- র্যামঃ ২জিবি
- স্টোরেজঃ ১৬জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ২৫০০মিলিএম্প
মাইক্রোম্যাক্স ক্যানভাস ১ এর দামঃ ৩৯৯৯টাকা
আইটেল এ২৩ প্রো – itel a23 Pro
৫হাজার টাকার মধ্যে ৪জি ফোন এর খোঁজে থাকলে দেখতে পারেন আইটেল এ২৩ প্রো ফোনটি৷ কোয়াড কোর প্রসেসরের পাশাপাশি ফোনটিতে ৫ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ১জিবি র্যাম ও ৮জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে। ২মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ভিজিএ ক্যামেরা রয়েছে ফোনটির ফ্রন্টে। ২৪০০মিলিএম্প এর ব্যাটারি থাকছে আইটেল এ২৩ প্রো ফোনটিতে। এতে সফটওয়্যার ভিত্তিক ফেস আইডি সুবিধা রয়েছে।

একনজরে আইটেল এ২৩ প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৪গিগাহার্জ
- র্যামঃ ১জিবি
- স্টোরেজঃ ৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ২মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ভিজিএ
- ব্যাটারিঃ ২৪০০মিলিএম্প
আইটেল এ২৩ প্রো এর দামঃ ৪৯৯০টাকা
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
মাইক্রোম্যাক্স বি৫ প্রো – Micromax B5 Pro
৫হাজার টাকা দামের ফোন, মাইক্রোম্যাক্স বি৫ প্রো বেশ অসাধারণ সব স্পেসিফিকেশন অফার করছে। ফোনটিতে ৫.২ইঞ্চির ডিসপ্লে রয়েছে। থাকছে ৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ, যা দাম বিবেচনায় অসাধারণ ছাড়া আর কিছু বলার নেই। আবার ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে ফোনটিতে।১৩মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা ও ৫মেগাপিক্সেলের সেল্ফিক্যামেরা রয়েছে ফোনটিতে। অর্থাৎ ৫হাজার টাকার মধ্যে মোবাইল এর খোঁজে থাকলে মাইক্রো বি৫ প্রো এর চেয়ে বেটার কোনো ডিল পাবে না।

একনজরে মাইক্রোম্যাক্স বি৫ প্রো এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫.২ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৩গিগাহার্জ
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
মাইক্রোম্যাক্স বি৫ প্রো এর দামঃ ৪৯৯৯টাকা
সিম্ফনি এল১২০ – Symphony I120
প্রায় ৬হাজার টাকা দামের ফোন, সিম্ফনি এল১২০ ফোনটিতে ২জিবি র্যাম ও ১৬জিবি স্টোরেজ রয়েছে। ৫.৪৫ইঞ্চির এই ফোনে ১৩মেগাপিক্সেল ব্যাক ও ৮মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৩২০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে সিম্ফনি এল১২০ ফোনটিতে। অর্থাৎ দাম বিবেচনায় ফোনটি আহামরি কিছু না হলেও মোটামুটি মানানসই একটি ফোন বলা চলে।

একনজরে সিম্ফনি এল১২০ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫.৪৫ইঞ্চি
- র্যামঃ ২জিবি
- স্টোরেজঃ ১৬জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩২০০মিলিএম্প
সিম্ফনি এল১২০ এর দামঃ ৫৯৯০টাকা
সিম্ফনি আই১২ – Symphony i12
ফোনে যাদের ফিংগারপ্রিন্ট ফিচারটি পছন্দ, তারা সিম্ফনি আই১২ ফোনটি দেখতে পারেন। ৪জি সুবিধার পাশাপাশি ফোনটিতে ফিংগারপ্রিন্ট সেস্নর ও রয়েছে। ৫.৪৫ইঞ্চির এই ফোনটিতে ১জিবি র্যাম ও ৮জিবি স্টোরেজ রয়েছে।। ৮মেগাপিক্সেল ব্যাক ও ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার ফোন, সিম্ফনি আই১২ এ থাকছে ২৪০০মিলিএম্প এর ব্যাটারি।

একনজরে সিম্ফনি আই১২ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫.৪৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৩গিগাহার্জ
- র্যামঃ ১জিবি
- স্টোরেজঃ ৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ২৪০০মিলিএম্প
সিম্ফনি আই১২ এর দামঃ ৪৩৯০টাকা
ওয়ালটন প্রিমো ই১২ – Walton Primo E12
ওয়ালটন প্রিমো ই১২ ফোনটির দাম ৫হাজার টাকার কম হলেও ফোনটিতে ৪জি সুবিধার পাশাপাশি রয়েছে ফেস আনলক ফিচার৷ ৫ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৪গিগাহার্জ এর কোয়াড কোর প্রসেসর। ১জিবি র্যাম ও ৮জিবি স্টোরেজ থাকছে ফোনটিতে। ৫মেগাপিক্সেল ব্যাক ও ২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ওয়ালটন প্রিমো ই১২ ফোনটিতে। ২০০০মিলিএম্প এর ব্যাটারি থাকছে ফোনটিতে।।

একনজরে ওয়ালটন প্রিমো ই১২ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়াড কোর ১.৪গিগাহার্জ
- র্যামঃ ১জিবি
- স্টোরেজঃ ৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ২০০০মিলিএম্প
ওয়ালটন প্রিমো ই১২ এর দামঃ ৪৯৯০টাকা
আপনি কি এগুলোর মধ্য থেকে কোনো ফোন কিনতে আগ্রহী? আপনার মতামত কমেন্টে জানান!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।