উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেট আসছে ১১ই এপ্রিল

মাইক্রোসফট এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, সাধারণ ব্যবহারকারীদের জন্য ১১ই এপ্রিল উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেট রিলিজ করা হবে। উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেট হচ্ছে এ বছরের সবচেয়ে বড় উইন্ডোজ আপডেট।

সব সময়ের মতই, এবারও মাইক্রোসফট মিলিয়ন মিলিয়ন উইন্ডোজ ব্যবহারকারীকে আপডেট সংস্করণ সরবরাহ করার জন্য ধাপে ধাপে অগ্রসরের পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রথম ধাপে মাইক্রোসফট অপেক্ষাকৃত নতুন ডিভাইসে বিশেষ করে পরীক্ষিত OEM হার্ডওয়্যার পার্টনারদের তৈরি কম্পিউটারে ক্রিয়েটরস আপডেট দেবে। এরপর মাইক্রোসফট প্রথম স্টেপের ফিডব্যাক পর্যালোচনা করে আপডেট প্রসারিত করবে।

যতদিন না পর্যন্ত চলমান উইন্ডোজ ১০ সকল সাপোর্টেড পিসিতে আপডেট করা হয় ততদিন এরূপ প্রক্রিয়া কয়েক মাস পুনরাবৃত্তি হবে।

শীঘ্রই উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেটযুক্ত আইওএস ডাউনলোডের লিংক চলে আসবে বলে আশা করছি। সেই লিংক পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। এছাড়া উইন্ডোজ ১০ এর এই বিশাল আপডেটে নতুন কী কী ফিচার আসছে, তা জানতেও আমাদের সাইটে চোখ রাখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *