এন্ড্রয়েডের জন্য চমৎকার লক স্ক্রিন অ্যাপ আনলো মাইক্রোসফট

এন্ড্রয়েডের জন্য পিকচারসকিউ নামের নতুন একটি লক স্ক্রিন অ্যাপ লঞ্চ করেছে মাইক্রোসফট। অ্যাপটি অনেকটাই দ্বিতীয় হোমস্ক্রিনের মত। এখানে অনেকগুলো ফিচার থাকছে যেমন, মাল্টি স্ক্রিন, নিউজ ফিড, বিং সার্চ বার, ওয়েদার রিপোর্ট, নোটিফিকেশন সহ বেশ কিছু শর্ট কি। এতে বিং সার্চ ইন্টারফেসের চমৎকার ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেয়া হয়েছে।

Picturesque-screens

পিকচারসকিউ লক স্ক্রিন মূলত স্ক্রিনকে একেবারে লক করছে না বরং বেশ কিছু উইজেড ব্যবহারের সুবিধা দিচ্ছে।

তবে চিন্তার ব্যপার হল, এমন কয়জন ব্যবহারকারী আছেন যারা তাদের পছন্দের লক স্ক্রিন বাদ দিয়ে এটি ব্যবহার করবেন যেখানে এন্ড্রয়েডের ইতোমধ্যেই অনেক গুলো লক স্ক্রিন আছে এবং মাইক্রোসফট যে সব ফিচার দিয়েছে তা প্রায় সবই এন্ড্রয়েড এর বর্তমান লকস্ক্রিন গুলোতে পাওয়া যায়। অপরদিকে লক স্ক্রিনের বিভিন্ন উইজেড গুলো প্রচুর পরিমানে ডাটা, র‍্যাম এবং চার্জ খরচ করে বলে অনেকেই এগুলো পছন্দ করেন না।

পিকচারসকিউ লক স্ক্রিন ডাউনলোড করতে চাইলে এই প্লে স্টোর লিংক ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *