মাউসের মধ্যেই পুরো কম্পিউটার!

mouse-box-590x330

কম্পিউটার এখন আর ডেস্কটপ বা ল্যাপটপ এর মত নির্দিষ্ট কোন আকৃতিতে সীমাবদ্ধ নয়। শীঘ্রই এমন এক কম্পিউটার আসছে যা মাউস আকৃতির বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে মাউসের খোলসের ভিতর সম্পূর্ণ একটি তারবিহীন কম্পিউটার যাতে থাকবে দুটি ফুল সাইজ ইউএসবি পোর্ট, ১.৪ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮০২.১১ বি/জি/এন ওয়াই ফাই, তার বিহীন এইসডিএমআই রিসিভার এবং আরও আছে বিশেষ মাউস প্যাড যার উপরে এটি রাখলেই ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ হতে থাকবে।

মোট কথা এই কম্পিউটার আপনি যেকোনো স্থানে নিয়ে চালাতে পারবেন। আপনাকে বাড়তি এক্সসরি হিসাবে শুধু কিবোর্ড সাথে নিতে হবে। ভ্রাম্যমাণ অবস্থায় অন্যের কম্পিউটার ব্যবহার করার থেকে নিজের ব্যক্তিগত কম্পিউটার ব্যাহার করাই কি ভাল নয়?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *