ইমেইল আমাদের ডিজিটাল জীবনের এমন একটি অংশ, যেটা প্রতিদিন ব্যবহার করলেও কিছু কিছু সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ইনবক্স খুললেই অসংখ্য মেইল, কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা পরে দেখলেও চলবে, এই সিদ্ধান্ত নিতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। ঠিক এই সমস্যাটাকেই লক্ষ্য করে বড় পরিবর্তন আনছে গুগল। তাদের জনপ্রিয় ইমেইল সার্ভিস জিমেইল-এ যুক্ত হচ্ছে নতুন এআই ইনবক্স ও একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার, যা ধীরে ধীরে ইমেইল ব্যবহারের অভিজ্ঞতাকে একেবারে নতুন রূপ দিচ্ছে।
গুগল এখন জিমেইলকে শুধু ইমেইল পড়ার জায়গা হিসেবে দেখছে না। বরং ইনবক্সকে এমনভাবে সাজানো হচ্ছে, যেন এটি ব্যবহারকারীর কাজ বোঝে, প্রয়োজনীয়তা অনুধাবন করে এবং দরকারি তথ্য নিজে থেকেই সামনে এনে দেয়। সহজ কথায়, জিমেইল ইনবক্স এখন ধীরে ধীরে একটি ব্যক্তিগত ডিজিটাল অ্যাসিস্ট্যান্টে পরিণত হচ্ছে।
জিমেইল এআই ইনবক্স
নতুন এআই ইনবক্সের মূল ধারণা খুব সহজ হলেও এর প্রভাব বেশ গভীর। এখানে জিমেইল আর সব মেইলকে একসাথে দেখাবে না। বরং এআই আপনার মেইলের ধরন, বিষয়বস্তু এবং আগের ব্যবহার অভ্যাস বিশ্লেষণ করে বুঝবে কোন মেইলগুলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইনবক্স খুললেই আপনি এমন কিছু ইমেইল বা থ্রেড দেখতে পাবেন, যেগুলোতে দ্রুত আপনার মনোযোগ দরকার। যেমন কোনো বিল পেমেন্টের ডেডলাইন, অফিসের জরুরি মিটিংয়ের তথ্য, ট্রাভেল বুকিং কনফার্মেশন বা গুরুত্বপূর্ণ কোনো রিপ্লাই। এই মেইলগুলো এআই নিজে থেকেই সামনে তুলে ধরবে, ফলে পুরো ইনবক্স স্ক্রল না করেও আপনি বুঝে যাবেন আজকের অগ্রাধিকার কী।
ইমেইল থেকেই টু-ডু লিস্টের অনুভূতি
জিমেইলের এই নতুন এআই ইনবক্স ইমেইল আর টু-ডু লিস্টের মাঝখানের সীমারেখা অনেকটাই মুছে দিচ্ছে। আগে ইমেইল পড়ে আলাদা করে নোট অ্যাপ বা টাস্ক ম্যানেজারে কাজ লিখে রাখতে হতো। এখন এআই মেইলের ভেতরের লেখা বিশ্লেষণ করে নিজেই বুঝতে পারে, কোথায় করণীয় কাজ রয়েছে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
যদি কোনো ইমেইলে লেখা থাকে “আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে”, তাহলে সেটি এআই ইনবক্সে একটি সম্ভাব্য কাজ হিসেবে ধরা পড়বে। একইভাবে অনলাইন শপিং অর্ডার, ফ্লাইট বা হোটেল বুকিং, সাবস্ক্রিপশন রিনিউয়াল সংক্রান্ত মেইলগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো থাকবে। এতে করে প্রয়োজনের সময় দরকারি তথ্য খুঁজে পেতে আর আলাদা করে মাথা ঘামাতে হয় না।
থ্রেডেড ইমেইলে এআই ওভারভিউ
জিমেইলে আরেকটি বড় নতুন ফিচার এসেছে লম্বা ইমেইল থ্রেডের ক্ষেত্রে। অনেক সময় একটি ইমেইল থ্রেডে বহু মানুষের রিপ্লাই জমে যায়, আর পুরো কথোপকথন বুঝতে হলে সব মেইল পড়া ছাড়া উপায় থাকে না। নতুন এআই ফিচারটি এই জায়গায় দারুণ কাজ করছে।
এখন এআই থ্রেডেড ইমেইলের জন্য একটি সংক্ষিপ্ত সারাংশ দেখাতে পারে। এতে করে কয়েক মিনিট ধরে স্ক্রল না করেও আপনি বুঝে যাবেন আলোচনার মূল বিষয় কী, সিদ্ধান্ত কী হয়েছে, আর আপনার জন্য কী গুরুত্বপূর্ণ। এই সুবিধাটি বিশেষ করে অফিসিয়াল বা টিম-ভিত্তিক কাজের ক্ষেত্রে অনেক সময় বাঁচাতে পারে।
ইমেইল সার্চেও এআই: নিজের ইনবক্সে প্রশ্ন করুন
এআই ইনবক্সের পাশাপাশি জিমেইল তাদের সার্চ ফিচারেও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে। আগে ইনবক্সে কিছু খুঁজতে হলে নির্দিষ্ট কীওয়ার্ড মনে রাখতে হতো। এখন আপনি চাইলে স্বাভাবিক ভাষায় প্রশ্ন করতে পারবেন।
ধরুন আপনি লিখলেন, “গত বছর যে প্লাম্বার আমার বাসায় কাজ করেছিল তার নাম কী ছিল?”। জিমেইল তখন আপনার ইনবক্স স্ক্যান করে বিভিন্ন ইমেইল থেকে প্রাসঙ্গিক তথ্য বের করে একটি সংক্ষিপ্ত উত্তর দেখাতে পারে। এটাকেই বলা হচ্ছে জিমেইল সার্চে এআই ওভারভিউ। এটি অনেকটা ব্যক্তিগত গুগল সার্চ ইঞ্জিনের মতো, তবে পুরোপুরি আপনার ইমেইলের ভেতরেই সীমাবদ্ধ।
ইমেইল লেখা এখন এআইয়ের দায়িত্ব
জিমেইল আগে থেকেই স্মার্ট রিপ্লাই নামের একটি সুবিধা দিত, কিন্তু নতুন এআই আপডেটের পর এই অভিজ্ঞতা আরও উন্নত হয়েছে। এখন “হেল্প মি রাইট” ফিচারের মাধ্যমে আপনি চাইলে এআইকে বলে দিতে পারেন একটি সংক্ষিপ্ত, ভদ্র বা প্রফেশনাল ইমেইল লিখে দিতে।
এআই আপনার আগের লেখার ধরন, কথোপকথনের টোন এবং প্রসঙ্গ বুঝে রিপ্লাই বা পুরো ইমেইল ড্রাফট তৈরি করে দিবে। এর ফলে যারা প্রতিদিন অনেক অফিসিয়াল বা ক্লায়েন্ট মেইল লেখেন, তাদের কাজ অনেক সহজ হয়ে যাবে।
👉 জিমেইল এড্রেস পরিবর্তন করার সুবিধা দিচ্ছে গুগল
নতুন প্রুফরিড ফিচার
জিমেইলের নতুন প্রুফরিড ফিচারটি আলাদা করে নজর কাড়ছে, কারণ এটি শুধু বানান ঠিক করার টুল নয়। এই ফিচারটি মূলত ব্যবহারকারীর লেখা ইমেইলকে আরও পরিষ্কার, গুছানো এবং প্রফেশনাল করে তুলতে তৈরি করা হয়েছে।
প্রুফরিড কাজ করে আপনার পুরো ড্রাফট বিশ্লেষণ করে। এআই দেখে নেয় বাক্যের গঠন ঠিক আছে কি না, কোথায় ভাষা আরও সহজ করা যায়, কোথায় অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়া উচিত, কিংবা কোন বাক্য খুব জটিল হয়ে গেছে কি না। এরপর এক ক্লিকেই এআই বিভিন্ন সাজেশন দেখায় যেমন শব্দ পরিবর্তন, বাক্য ছোট করা, অ্যাকটিভ ভয়েস ব্যবহার করা বা একটি বড় বাক্যকে ভেঙে দুইটি পরিষ্কার বাক্যে পরিণত করা।
এই ফিচারটি ব্যবহারকারীর কাছে অনেকটাই পরিচিত মনে হতে পারে, কারণ এর কাজের ধরন জনপ্রিয় প্রুফরিডিং সার্ভিস যেমন গ্রামারলি–এর সঙ্গে বেশ মিল আছে। পার্থক্য হলো, এখানে আপনাকে আর আলাদা কোনো টুল বা এক্সটেনশন ব্যবহার করতে হচ্ছে না, সবকিছুই সরাসরি জিমেইলের ভেতরে পাওয়া যাচ্ছে।
তবে এই প্রুফরিড ফিচারটি ফ্রি ব্যবহারকারীদের জন্য নয়। প্রুফরিড দেয়া হচ্ছে শুধুমাত্র গুগলের পেইড সাবস্ক্রিপশন Google AI Pro এবং Google AI Ultra–এর সাবস্ক্রাইবারদের জন্য।
সহজভাবে বললে, ফ্রি জিমেইলে যেখানে “হেল্প মি রাইট” বা স্মার্ট রিপ্লাইয়ের মতো বেসিক এআই সুবিধা আসছে, সেখানে প্রুফরিড হচ্ছে এক ধাপ বেশি উন্নত লেখা সম্পাদনার টুল, যেটি গুগল প্রিমিয়াম অভিজ্ঞতার অংশ হিসেবেই রাখতে চাচ্ছে।
👉 জিমেইলের স্টোরেজ ফাঁকা করার সহজ কিছু উপায়
ফ্রি আর পেইড প্ল্যানে কোন ফিচারগুলো থাকছে?
জিমেইলের নতুন এআই ফিচার নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কোনটা ফ্রি আর কোনটা পেইড? এখানেই এসেছে বড় চমক। “হেল্প মি রাইট”, থ্রেডেড ইমেইলের জন্য এআই ওভারভিউ এবং “সাজেস্টেড রিপ্লাই” এখন সব জিমেইল ব্যবহারকারীর জন্য বিনামূল্যে দেয়া হচ্ছে। এই ধরনের ফিচারগুলো আগে শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবারদের জন্য সীমাবদ্ধ ছিল।
এর মানে হলো, ফ্রি জিমেইল ব্যবহারকারীরাও এখন এআইয়ের সাহায্যে ইমেইল লেখা, লম্বা থ্রেডের সারাংশ দেখা এবং প্রাসঙ্গিক স্মার্ট সাজেস্টেড রিপ্লাই দেওয়ার সুবিধা পাবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় পরিবর্তন, যেখানে এআইকে আর শুধু প্রিমিয়াম ফিচার হিসেবে রাখা হচ্ছে না।
তবে এখানেই সব শেষ নয়। নতুন যে সম্পূর্ণ এআই ইনবক্স ভিউ, যেখানে ইনবক্স খুললেই এআই নিজে থেকে করণীয় কাজ সাজিয়ে দেয়, বিভিন্ন বিষয়ভিত্তিক মেইলকে আলাদা ড্যাশবোর্ডে দেখায় এবং সার্চে গভীর বিশ্লেষণ করে সরাসরি উত্তর দেয় এই অভিজ্ঞতা আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক হিসেবে আসছে।
ইমেইলের ভবিষ্যৎ কোন পথে
জিমেইলের এআই ইনবক্স দেখিয়ে দিচ্ছে, ইমেইল আর আগের মতো শুধুই যোগাযোগের মাধ্যম নয়। এটি ধীরে ধীরে কাজ ব্যবস্থাপনার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। ভবিষ্যতে হয়তো আমরা ইনবক্স খুলেই জানতে পারব আজকের গুরুত্বপূর্ণ কাজ কী, কোন মেইল আগে দেখা দরকার, আর কোনটা পরে হলেও চলবে।
এই পরিবর্তন বিশেষ করে পেশাজীবী ও তরুণ ব্যবহারকারীদের কাছে ইমেইলকে আবার নতুনভাবে প্রাসঙ্গিক করে তুলতে পারে।
শেষ কথা
জিমেইলের নতুন এআই ইনবক্স ও এআই ফিচারগুলো প্রমাণ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল বড় প্রযুক্তিগত কাজের জন্য নয়, বরং দৈনন্দিন ছোট সমস্যাগুলো সমাধান করতেও কতটা কার্যকর। ফ্রি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ এআই টুল খুলে দেওয়া এবং একই সঙ্গে প্রিমিয়াম স্তরে আরও শক্তিশালী অভিজ্ঞতা রাখা, এই ভারসাম্যই গুগলের নতুন কৌশল।
যদি গুগল ধাপে ধাপে এই ফিচারগুলো সবার জন্য উন্মুক্ত করে এবং গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের আস্থা ধরে রাখতে পারে, তাহলে বলা যায় ইমেইল ব্যবহারের অভিজ্ঞতা সত্যিই এক নতুন যুগে প্রবেশ করছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!