গুগল পিক্সেল ফোনে বাগ ধরে লাখ ডলার পুরস্কার!

চীনা নিরাপত্তা বিশেষজ্ঞ গুয়াং গং গুগলের পিক্সেল স্মার্টফোনে নিরাপত্তা ত্রুটি সনাক্ত করে গুগলের কাছ থেকে ১ লাখ ৫ হাজার ডলার পুরস্কার পেয়েছেন। গুগল এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে। এই ত্রুটি কাজে লাগিয়ে গুগল পিক্সেল ফোন দূর থেকে নিয়ন্ত্রণ করে তথ্য চুরি করা ও ফোনে এপ্লিকেশন ইনস্টল করা সম্ভব।

গুগল আরও বলেছে, গত ডিসেম্বরে ইস্যুকৃত পিক্সেল ফোনের সফটওয়্যার আপডেটে এই ত্রুটি সমাধান করা হয়েছে। তাই বাগটি থেকে নিরাপদ থাকতে চাইলে পিক্সেল ফোন মালিকদের ডিভাইসের সফটওয়্যার আপডেট করে নিতে হবে।

গুয়াং গং চীনের নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান কুইহো ৩৬০ এ কাজ করেন। তিনি ও তার দল গুগলের কাছ থেকে ক্রোম সিকিউরিটি বাগ সনাক্ত করে আরো ৭৫০০ ডলার পুরস্কার পেয়েছেন। ফলে এ যাত্রা গুগল কোম্পানিটির ইতিহাসে সবথেকে বেশি পরিমাণ বাগ বাউন্টি দিয়েছে (১,১২,৫০০ ডলার) যা গুয়াং গং ও তার ‘আলফা টিম’ পেয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23