Advertisements

এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজিং স্পিড বাড়াবে গুগল ক্রোম

By -

Google-Chrome

গুগল ক্রোমের এন্ড্রয়েড ভার্সনে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যেটি স্লো ইন্টারনেটে ব্রাউজিং স্পিড বাড়াতে সাহায্য করবে। এই ফিচারটির নাম ডেটা সেভার মুড। এন্ড্রয়েডে ক্রোমের লেটেস্ট ভার্সনে আপডেটের মাধ্যমে সুবিধাটি পাওয়া যাবে।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 1,181 other subscribers

গুগল ক্রোমে ডেটা সেভার মুড চালু করার পর যখনই আপনার ফোনের ইন্টারনেট স্পিড কম থাকবে তখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় সেসব সাইটের শুধুমাত্র লেখাগুলো (টেক্সট) দেখা যাবে- অর্থাৎ কোনো ছবি আসবেনা। যেহেতু ছবি লোড করতে বাড়তি কিছু ডেটা আদানপ্রদান করা দরকার, তাই ছবিবিহীন ইন্টারনেট ব্রাউজিং স্বাভাবিকভাবেই দ্রুততর হবে। সাইটের যেসব জায়গায় ছবি রয়েছে সেগুলো বক্স আকারে দেখা যাবে যেখানে ক্লিক/টাচ করে ছবি দেখা যাবে। গুগল বলছে, ক্রোমের নতুন এই ফিচারটি ৭০ শতাংশ পর্যন্ত কম ডেটা খরচ করবে।

আপনার এন্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার ইনস্টল করা না থাকলে এই প্লে স্টোর লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।

প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট। নতুন পোস্টের নোটিফিকেশন ইমেইলে পেতে এই লিংকে গিয়ে ফ্রি সাবস্ক্রাইব করুন!

 
Advertisements

Comments

Leave a Reply