মিউজিক স্ট্রিমিং সার্ভিস প্রকাশ করল অ্যাপল

apple-music

সান ফ্র্যান্সিসকো’য় বার্ষিক ডেভেলপার সম্মেলন WWDC 2015’তে নতুন মিউজিক স্ট্রিমিং সার্ভিস প্রকাশ করেছে অ্যাপল। অবশ্য বছরখানেক আগে বিটস মিউজিক কোম্পানি কিনে নেয়ার পর প্রযুক্তি শিল্পের সংশ্লিষ্টরা এরকম একটি দিনের কথা আগে থেকেই অনুমান করে আসছিলেন। আর এখন সেটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল।

৩০ জুন থেকে আইওএস, ম্যাক ওএসএক্স এবং উইন্ডোজের জন্য বাজারে আসছে অ্যাপল মিউজিক। সেপ্টেম্বরের দিকে এন্ড্রয়েডের জন্যও সেবাটি উপলভ্য হবে বলে আশা করা হচ্ছে। ৩ মাসের ট্রায়াল অফার শেষে সার্ভিসটি উপভোগ করতে চাইলে পরবর্তীতে প্রতিমাসে ৯.৯৯ ডলার খরচ করতে হবে। আর সর্বোচ্চ ৬ সদস্যের পরিবারের প্রত্যেকে একটি মাত্র সাবস্ক্রিপশন ভাগাভাগি করতে চাইলে ১৪.৯৯ ডলারের মাসিক প্যাকেজ কিনে নিলেই হবে। অ্যাপল মিউজিক ব্যবহার করে শিল্পীরা তাদের ভক্তদের সাথে যোগাযোগও করতে পারবেন।

অ্যাপল মিউজিক আপনাকে প্লে-লিস্ট সাজেশন দেখাবে। সেই সাথে অ্যাপল আরও লঞ্চ করছে ‘বিটস ১’ নামের রেডিও নেটওয়ার্ক যা ২৪ ঘন্টা গান, খবর ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার করবে। বিটস ওয়ান রেডিও আপনি বিনামূল্যেই শুনতে পাবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *