বাংলাদেশে নিরাপত্তার কারণে বন্ধ রাখা সকল সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দিয়েছে সরকার। ১৮ নভেম্বর থেকে টানা ২২ দিন বন্ধ রাখার পর ফেসবুক খুলে দেয়া হয়েছিল ১০ ডিসেম্বর।
এরপর ১৩ ডিসেম্বর টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হয়েছিল। ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো, হ্যাংআউট, কময়ো এবং ইউস্ট্রিম.টিভি ও বন্ধ ছিল এ পর্যন্ত। এখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে সকল সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দিয়েছে সরকার।
…. ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম’কে উদ্ধৃত করে পত্রিকাটি লিখছে, “সরকারের নির্দেশে সামাজিক যোগাযোগের সব মাধ্যম বাংলাদেশে খুলে দেওয়া হচ্ছে।”
আপনার ইন্টারনেট কানেকশন থেকে কি উপরোক্ত সেবাগুলো ব্যবহার করা যাচ্ছে? সকল সামাজিক যোগাযোগের মাধ্যম ফিরে পেয়ে কেমন লাগছে?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।