মাইক্রোসফটের নতুন ফ্ল্যাগশিপ লুমিয়া ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস!

microsoft logo abs

মাইক্রোসফটের দুটি নতুন ফ্ল্যাগশিপ ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। বিখ্যাত টুইটার একাউন্ট ‘ইভলিকস’ জানিয়েছে ঐ ফোন দুটি অক্টোবরে লঞ্চ করা হবে। একাউন্টটি উভয় লুমিয়া ডিভাইসের ছবি ও স্পেফিকেশন ফাঁস করেছে। এর একটির কোডনাম সিটিম্যান ও অপরটি টকম্যান। এগুলোর আনুষ্ঠানিক নাম হতে পারে লুমিয়া ৯৫০ (টকম্যান) ও লুমিয়া ৯৫০ এক্সএল (সিটিম্যান)।

যাইহোক, চলুন দেখে নিই সেটদুটোর ফাঁস হওয়া স্পেসিফিকেশন।

লুমিয়া ৯৫০ (টকম্যান)

talkman

স্পেসিফিকেশন

  • পলিকার্বনেট বডি
  • ৫.২ ইঞ্চি WQHD (১৪৪০ x ২৫৬০পি) ওএলইডি ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৮০৮, ৬৪-বিট হেক্সাকোর প্রসেসর
  • উইন্ডোজ হ্যালো’র জন্য আইরিশ স্ক্যানার (ইনফ্রারেড)
  • ৩জিবি র‍্যাম
  • ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • ২০ মেগাপিক্সেল পিওরভিউ ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাংঙ্গেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি
  • Qi ওয়্যারলেস চার্জিং, ফ্লিপ কভার ও ইউএসবি টাইপ-সি

লুমিয়া ৯৫০ এক্সএল (সিটিম্যান)

cityman 1

স্পেসিফিকেশন

  • পলিকার্বনেট বডি
  • ৫.৭ ইঞ্চি WQHD (১৪৪০ x ২৫৬০পি) ওএলইডি ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৮১০, ৬৪-বিট অক্টাকোর প্রসেসর
  • উইন্ডোজ হ্যালো’র জন্য আইরিশ স্ক্যানার (ইনফ্রারেড)
  • ৩জিবি র‍্যাম
  • ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট
  • ২০ মেগাপিক্সেল পিওরভিউ ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাংঙ্গেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি
  • Qi ওয়্যারলেস চার্জিং, ফ্লিপ কভার ও ইউএসবি টাইপ-সি এবং আরও কিছু বাড়তি ফিচার

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *