এখন পর্যন্ত স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এস৬ সম্পর্কে খুব কম তথ্যই প্রকাশ করেছে। কিছুদিন আগে কোম্পানিটি আকার-ইঙ্গিতে জানিয়েছে যে, গ্যালাক্সি এস৬ ধাতব কাঠামো ও প্রতিফলনরোধী (হতে পারে বাঁকানো) স্ক্রিন নিয়ে আসবে। এর ডিজাইন ও অন্যান্য বৈশিষ্ট্যগুলো গোপন রেখেছে স্যামসাং।
কিন্তু আজ জার্মান টেলিকম অপারেটর টি-মোবাইল এর পক্ষ থেকে এক টুইটার স্ট্যাটাসে গ্যালাক্সি এস৬ এর আংশিক ছবি প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে ফোনটির এক পাশ থেকে তোলা ছবি। এতে ফোনটির কার্ভড ডিজাইন, ফিজিক্যাল বাটন ও ক্যামেরার লেন্স দেখা যায়। এদিকে দি ভার্জ লিখছে, স্যামসাং গ্যালাক্সি এস৬ ডিভাইসের সামনের দিকটা অনেকটা গ্যালাক্সি নোট এজ এর মত দেখাবে। সাথে থাকছে চমৎকার সব অ্যাক্সেসরিজ।
সম্প্রতি এক ব্লগ পোষ্টে স্যামসাংয়ের আরএন্ডডি (রিসার্স অ্যান্ড ডেভলপমেন্ট) এর প্রধান ডংহন জাং বলেন ২০১৫ এর ফ্ল্যাগশিপ ফোনটি (গ্যালাক্সি এস৬) এমন হবে যা ব্যবহারকারীর মনের আকাঙ্ক্ষা অনুসারে সব কিছুই করতে পারবে। যেকোনো অবস্থায় সুন্দর ছবি তোলার ব্যবস্থা থাকবে এতে। ব্যবহারকারীকে শুধু শাটার বাটন প্রেস করলেই হবে। বাদ বাকি কাজ ক্যামেরাই করবে।
বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি স্যামসাং তাদের ক্যামেরাকে ধাপে ধাপে উন্নত করে আসছে। সর্বশেষ গ্যালাক্সি নোট ৪ এ ছবির মান উন্নত করা হয়েছে।
এছাড়া গ্যলাক্সি এস লাইনে ছবির মানের পাশাপাশি মেগাপিক্সেল স্কেলে উন্নয়ন করার চেষ্টাও লক্ষণীয়। স্যামসাং এবার চাহিদার সাথে তাল মিলিয়ে সেলফির দিকেও খেয়াল দিচ্ছে যা তাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাকে আরও উন্নত করবে।
পহেলা মার্চ বার্সেলোনার স্পেনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস৬ উন্মোচন করবে স্যামসাং।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।