লুমিয়া স্মার্টফোনের জন্য নতুন মডেলের ওয়্যারলেস চার্জার নিয়ে এসেছে মাইক্রোসফট এবং নকিয়া। এই নতুন প্রজন্মের ডিটি-৯৩০ ব্লুটুথ ৪.০ ওয়্যারলেস চার্জারে রয়েছে এলইডি লাইট যা আপনার ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথে আলোকিত হয়ে উঠবে।
যেসব লুমিয়া ডিভাইস উইন্ডোজ ফোন ৮.১.১ (আপডেট ১) এ চলে এই চার্জারটি সেগুলোর সাথে ব্লুটুথ এর মাধ্যমে পেয়ার করা যাবে। ফোনের চার্জ ৩০% এর নিচে নেমে গেলে এই চার্জারের এলইডি লাইট বার বার জ্বলে-নিভে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করবে। আর তখনি যদি ফোনটিকে চার্জারে স্থাপন করা হয় তবে লাইটটি জলে থাকবে। একই ভাবে যখন কল বা ম্যাসেজ আসবে তখন এটি এলইডি লাইটের মাধ্যমে সংকেত দিবে।
উইন্ডোজ ফোন ৮.১.১ এর আক্সেসরি অ্যাপস সেকশনে এই চার্জার নিয়ন্ত্রণ করার জন্য অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। সহজে পেয়ার করার জন্য এতে এনএফসি সাপোর্টও দেয়া আছে।
ডিটি-৯৩০ তিনটি রঙে পাওয়া যাচ্ছে সবুজ, কমলা এবং সাদা। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ ডলার।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।