তথ্য গবেষণামূলক সংস্থা স্ট্যাট কাউন্টারের তথ্য মতে সার্চ মার্কেটে গুগল প্রথম অবস্থানে থাকলেও এই জানুয়ারিতে তাদের শেয়ার ২% নিচে নেমে গেছে।
অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আছে মাইক্রোসফটের বিং এবং তার পর ইয়াহু, যাদের শেয়ার বৃদ্ধি পেয়েছে।
স্ট্যাট কাউন্টারের প্রধান অধান কুলেন বলেন এটা খুবই মজার হবে যদি ইয়াহু এবং বিং এই ভাবে উপরে উঠতে থাকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সার্চ শেয়ারে এই পরিবর্তনের মূলে রয়েছেন ফায়ারফক্স ব্যবহারকারীরা। কেননা যুক্তরাষ্ট্রে গত বছরের শেষদিকে ফায়ারফক্স ব্রাউজার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বাদ দিয়ে ইয়াহু বেছে নিয়েছে মজিলা।
কুলেন বলেন, এক্ষেত্রে ডিফল্ট সার্চ অপশন এর চুক্তি একটি বিশেষ কারন। এই চুক্তিতে ফায়ারফক্স ব্রাউজারে ডিফল্ট ভাবে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহৃত হতো, সম্প্রতি এই চুক্তি শেষ হয়েছে।
জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স ৫ বছরের চুক্তিতে তাদের প্রাথমিক সার্চ ইঞ্জিন অপশন থেকে গুগল সরিয়ে ইয়াহু সেট করেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।