ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউন (আপডেট)

আজ ২৭ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক হঠাত করেই অচল হয়ে যায়। এসময় ফেসবুকের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উভয়ই অকার্যকর ছিল। প্রায় আধঘন্টা ধরে অফলাইন ছিল ফেসবুক।

fb down

একই সময়ে ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং সার্ভিস ইনস্টাগ্রামও ডাউন ছিল।

ফেসবুক লগইন সার্ভিস, লাইক বাটন, কমেন্ট বক্স প্রভৃতি সেবাও ঐ সময় বন্ধ ছিল। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এই সমস্যাটির কথা স্বীকার করেছে। ঠিক কী কারণে ফেসবুক ও ইনস্টাগ্রাম অচল হয়ে পড়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে হ্যাকার গ্রুপ ‘লিজার্ড স্কোয়াড’ এক টুইট বার্তায় দাবী করছে তারাই ফেসবুক ডাউন করেছে। বিভিন্ন সূত্র বলছে, এটি ডিডস (DDoS) আক্রমণ ছিল।

facebook down twt sc

গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ অফলাইন হয়েছিল ফেসবুক। তখন প্রায় ১৫ মিনিট সাইটটি অ্যাক্সেস করা যাচ্ছিল না। আর ২০১৫ সালে এটাই ছিল ফেসবুকের প্রথম ডাউন হওয়ার ঘটনা।

আপনিও কি ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউন হওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *