আসছে নতুন রিপোর্টিং: ভুয়া খবর ব্লক করে দেবে ফেসবুক!

আজকাল ফেসবুকে অনেক ধরণের খবর পাওয়া যায় যা আপনাকে সবসময় এগিয়ে রাখবে। কিন্তু সব খবরই যে সত্যি এমনটি নয়। বরং ফেসবুক নিউজফিডে আজকাল মানসম্মত খবরের তুলনায় আজেবাজে খবরই বেশি দেখা যায় বলে অনেকেই অভিযোগ করেন। আর এ সমস্যা সমাধান করতে ফেসবুক এবার ভুয়া খবরগুলোতে রিপোর্ট করার সুবিধা দিবে।

news-feed-fewer-hoaxes-hoax-story-example

আপনার কাছে যদি কোন খবর অসত্য বলে মনে হয় তবে আপনি তাতে রিপোর্ট করতে পারবেন এবং অন্যরাও যখন একই খবরে রিপোর্ট করবে তখন তা অল্প সংখ্যক লোকের নিউজফিডে দেখাবে এভাবে যত বেশি রিপোর্ট করা হবে ততই খবরটি সীমাবদ্ধ হয়ে পড়বে।

news-feed-fewer-hoaxes-report-a-story-as-false

এভাবে রিপোর্ট করে ভুয়া খবর ছড়ানো রুখতে পারবেন ফেসবুকাররা। তবে এই অপশনটি সবার নিউজফিডে চালু হতে কিছুটা সময় লাগবে। আর প্রসিদ্ধ রম্য পত্রিকাগুলো এর আওতায় আসবেনা বলেই মনে করছে ফেসবুক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *