অবশেষে এলো মাইক্রোসফট ব্র্যান্ডের লুমিয়া স্মার্টফোন

Lumia-535-with-cover-520x317

নিজেদের ব্র্যান্ড নিয়ে প্রথম লুমিয়া স্মার্টফোন বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিল মাইক্রোসফট। লুমিয়া ৫৩৫ মডেলের এই ডিভাইসে নকিয়া’র বদলে মাইক্রোসফট ব্র্যান্ড নাম লেখা থাকবে।

Lumia-535_Back_Cyan-520x277

সেটটিতে আছে ৫ ইঞ্চি স্ক্রিন, ৫ মেগাপিক্সেল (প্রাইমারি-সেকেন্ডারি) ক্যামেরা, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১জিবি র‍্যাম, ৮জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট (১২৮জিবি পর্যন্ত সাপোর্ট) প্রভৃতি।

উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম চালিত এই লুমিয়া ৫৩৫ এ আরও আছে থ্রিজি নেটওয়ার্ক সমর্থন, সিঙ্গেল/ডুয়াল সিম ভার্সন, অফিস অ্যাপস, স্কাইপ, করটানা ইত্যাদি।

লুমিয়া ৫৩৫ এর দাম হবে মাত্র ১৩৫ ডলারের মত, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে দশ হাজার টাকা। চলতি মাসেই বাংলাদেশ, হংকং ও চীনের বাজারে স্মার্টফোনটি বিক্রি শুরু হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *