সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক অনলাইনে অর্থ আদান-প্রদানের সেবা চালু করার পরিকল্পনা করছে। বর্তমানে কোম্পানিটি আয়ারল্যান্ডে ইলেকট্রনিক মানি ট্র্যান্সফার সার্ভিস চালুর অনুমোদনে অপেক্ষায় আছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। সেখানে ‘ই-মানি’ নামের এই সেবাটির মাধ্যমে লোকজন ফেসবুক একাউন্টের মধ্যেই টাকা জমা রাখতে ও অন্যকে প্রদান করতে পারবে।
ই-মানি সেবার সম্প্রসারণের জন্য লন্ডনে তিনটি মানি ট্র্যান্সফার স্টার্টআপ কোম্পানির সাথে আলোচনা করছে ফেসবুক। এগুলো হচ্ছে, ট্র্যান্সফার ওয়াইজ, মনি টেকনোলজিস ও অ্যাজিমো।
অবশ্য, এই ব্যাপারে ফেসবুকের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ফেসবুকের অনলাইন মানি ট্র্যান্সফার সার্ভিসের পরিকল্পনার খবর এটাই প্রথমবারের মত নয়। গত বছরের প্রথম দিকেও এমন খবর শোনা যাচ্ছিল। এখন দেখা যাক, কবে নাগাদ এই গুজবের অবসান ঘটে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।