মাইক্রোসফট Windows 11‑এর জন্য একটি নতুন ফিচার এনেছে যার নাম ‘রিকল’ (Recall)। এটা এমন এক ফিচার যা প্রতি কয়েক সেকেন্ড পরপর আপনার কম্পিউটারের স্ক্রিনশট নেয় এবং সেগুলো সংরক্ষণ করে রাখে। লক্ষ্য একটাই, আপনি যেন পরে গিয়ে সহজে খুঁজে পেতে পারেন, কী করছিলেন, কোন ওয়েবসাইট দেখছিলেন বা কোন ডকুমেন্ট খুলেছিলেন।
শুনতে স্মার্ট লাগলেও, বাস্তবে অনেকেই এটিকে বলছেন “creepy” বা “গোপনীয়তার প্রতি ঝুঁকিপূর্ণ”। কেন? কারণ আপনার কম্পিউটারের স্ক্রিনে যা কিছু থাকে, যেমন ব্যক্তিগত ছবি, মেসেজ, ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড – সব কিছুই এই Recall ফিচারের চোখে পড়ে যেতে পারে। যদিও রিকল ফিচারটি হাই কনফিগারেশনের ‘কোপাইলট+পিসি’ কম্পিউটারে চলবে, তবুও অনেকেই এটা নিয়ে ইতোমধ্যেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। চলুন জানি এ ব্যাপারে বিস্তারিত।
সবকিছু রেকর্ড? ব্যবহারকারীর গোপনীয়তা কোথায়?
মাইক্রোসফট Recall ফিচার এমনভাবে কাজ করে যেন আপনি অতীতের যেকোনো কাজ সহজে ফিরে পেতে পারেন। এটি অটোমেটিক স্ক্রিনশট নেয় – আপনি বাইরে থেকে বুঝতেও পারবেন না কবে কী ছবি তুলে রাখা হয়েছে।
এমনকি আপনি যদি একটি গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড টাইপ করেন বা আপনার ব্যাংকের ওয়েবসাইটে লগইন করেন, তাও ক্যাপচার হয়ে যেতে পারে। যদিও মাইক্রোসফট বলছে, সব তথ্য আপনার কম্পিউটারে লোকালভাবে এবং এনক্রিপ্টেডভাবে রাখা হচ্ছে – তবুও অনেক নিরাপত্তা বিশারদ বলছেন, “এত বড় ঝুঁকি নেওয়ার দরকার কী?”
প্রাইভেসি এক্সপার্টরা কেন আতঙ্কিত?
উইন্ডোজ Recall ফিচার চালু হওয়ার পরপরই নিরাপত্তা বিশেষজ্ঞরা এটা নিয়ে কথা বলা শুরু করেছেন। অনেকের মতে, এই ফিচার একধরনের “ডিজিটাল নজরদারি”। হ্যাকাররা যদি একবার আপনার পিসিতে ঢুকতে পারে, তবে তারা আপনার সব পুরনো স্ক্রিনশট পেয়ে যেতে পারে। সাধারণ ব্যবহারকারী হয়ত খেয়ালই রাখবেনা কোন তথ্য ক্যাপচার হচ্ছে, কোনটা হচ্ছে না।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
Recall ফিচার নিয়ে মাইক্রোসফটের অবস্থান
মাইক্রোসফট শুরুর দিকে Recall ফিচারটিকে একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে তুলে ধরেছিল। তাদের আশা, এটি মানুষের স্মৃতিশক্তিকে ডিজিটালি সম্প্রসারণ করবে। আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় মনে রাখতে পারি না, ঠিক কোনদিন কোন ফাইল খুলেছিলাম, কোন ওয়েবসাইটে পড়ছিলাম, বা কী কী মেসেজ পড়েছি। Recall সেই কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে মনে করিয়ে দিতে পারবে। বাস্তবে রিকল আসলেই এটা করতে পারে বটে, তবে সেক্ষেত্রে এর ঝুঁকিগুলোও আপনাকে মেনে নিতে হবে।
সাধারণ মানুষের উদ্বেগ কোথায়?
যারা টেকনোলজি বিষয়ে খুব বেশি জানেন না, তারাও এবার প্রশ্ন তুলেছেনঃ আমার পিসি যদি আমার প্রতিটি কাজের ছবি তুলে রাখে, তাহলে আমার ব্যক্তিগত জিনিসগুলো কোথায় নিরাপদ? অনেকেই বলেছেন, অফিসে কাজ করার সময় স্পর্শকাতর তথ্য যেমন সেলারি, চুক্তিপত্র বা ক্লায়েন্টের তথ্য স্ক্রিনে থাকে, এগুলো কেউ দেখাতে চায় না।
এছাড়া, অনেক মায়েরা অভিযোগ করেছেন, তাদের সন্তানরা অনলাইনে পড়াশোনা করে, Zoom কল করে, বা গেম খেলে। Recall এসব মুহূর্তও স্ক্রিনশট নিয়ে রাখছে কিনা, সেটা নিয়েও তাদের মাঝে ভীতি তৈরি হয়েছে।
এমনও প্রশ্ন উঠেছে, যদি কোনো ভাইরাস বা হ্যাকার এই Recall ডেটা একবারে এক্সেস করে নেয়, তাহলে তো পুরো ব্যক্তিগত জীবন অন্যের হাতে চলে যাবে!
👉 উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
Recall বন্ধ করলেই কি সব সমস্যার সমাধান?
এখানেই বড় প্রশ্ন। আপনি Recall ফিচারটি ম্যানুয়ালি বন্ধ করে দিতে পারেন, কিন্তু অনেকেই জানেন না কীভাবে বন্ধ করতে হয়। তাছাড়া, যেসব ব্যবহারকারী প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য Recall ফিচারটি খেয়াল না করেই চালু থাকা একটা বিরাট ঝুঁকি।
মাইক্রোসফট যদিও বলছে, Copilot+ PC‑তে নতুনভাবে এই ফিচারটি Opt-in রাখা হবে। অর্থাৎ, ব্যবহারকারী সম্মতি না দিলে চালু হবে না। এই পরিবর্তন অবশ্যই প্রশংসার দাবীদার।
Recall বন্ধ করলেও আগের যে স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে, সেগুলো মুছে ফেলতে হয় আলাদাভাবে। অনেকে হয়তো সেটাও জানেন না। এর ফলে, আপনি ভেবে নিয়েছেন ফিচার বন্ধ, কিন্তু পুরনো সব স্ক্রিনশট এখনো আপনার পিসিতে পড়ে আছে।
কোন কোন কোম্পানি ফিচারটি ব্লক করছে?
কিছু নামকরা কোম্পানি এই রিকল ফিচারটি আগেভাগেই ব্লক করতে শুরু করেছে।
Signal মেসেজিং অ্যাপ তাদের ডেস্কটপ অ্যাপে এমন একটি সিকিউরিটি অপশন এনেছে যা Recall থেকে স্ক্রিনশট নেওয়া বন্ধ করে দেয়। এটি অনেকটা DRM প্রযুক্তির মতো কাজ করে, যাতে বাইরের কোনো সফটওয়্যার সেই স্ক্রিন ক্যাপচার করতে না পারে। Brave ব্রাউজারও বলেছে তারা Windows‑এর এই ফিচার ব্লক করে দেবে। AdGuard নামের একটি জনপ্রিয় ট্র্যাকিং-ব্লকার অ্যাপও তাদের সফটওয়্যারে Recall বন্ধ করার ফিচার এনেছে।
👉 আপনার কি এখনও উইন্ডোজ ১০ চালানো উচিত? জানুন
আপনি কী করবেন?
ভয় পাওয়ার কিছু নেই। আপনি চাইলে Recall ফিচারটি সহজেই বন্ধ করতে পারেন।
Windows 11‑এর Settings‑এ গিয়ে Privacy & Security > Recall & snapshots মেনুতে প্রবেশ করুন। তারপর “Save snapshots” অপশনটি বন্ধ করে দিন। আগের স্ক্রিনশটগুলো মুছতে চাইলে “Delete all snapshots” চাপ দিন।
শেষ কথা
Recall ফিচারটি হয়তো ভবিষ্যতে স্মার্ট কাজে লাগতে পারে, কিন্তু এখনই এটি অনেক ব্যবহারকারীর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার প্রাইভেসি আপনার হাতেই – আপনি সিদ্ধান্ত নিন কোন ফিচার চালু রাখবেন, আর কোনটি বন্ধ করবেন।
মাইক্রোসফট বলছে এটি অপশনাল ফিচার। আপনি চাইলে এটি মুছে ফেলতে পারবেন। আপনার পিসি আপনার, সুতরাং আপনি ঠিক করবেন কী থাকবে, আর কী থাকবে না।
আপনার মতামত আমাদের কমেন্টে জানান। Recall ফিচার নিয়ে আপনি কী ভাবছেন? আপনি কি এটি চালু রাখবেন, নাকি বন্ধ করবেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।