অব্যবহৃত বিকাশ একাউন্টে ১০০ টাকা পর্যন্ত বোনাস

বিকাশে চলে এলো নতুন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। বিকাশ এ ফিরে এসে নির্দিষ্ট সেবা ব্যবহার করে লেনদেন করলে পাওয়া যাবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস। বিকাশ গ্রাহকগণ বিকাশে ফিরে এসে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ ইন করে পেতে পারবেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস।

বিকাশ অফারটি চলবে ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত। এই বোনাস পাওয়ার শর্তসমূহ সঠিকভাবে বুঝতে পোস্টটি ভালোভাবে পড়ুন। বিকাশ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সম্পর্কে সংক্ষেপে:

  • ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে ২৫ টাকা ক্যাশব্যাক
  • ১০০ টাকা বা তার বেশি সেন্ড মানি করলে ২৫ টাকা ক্যাশব্যাক
  • ১০০ টাকা বা তার বেশ ক্যাশ ইন করলে ২৫ টাকা ক্যাশব্যাক
  • বিকাশ অ্যাপের মাধ্যমে তথ্য হালনাগাদ করলে ২৫ টাকা বোনাস

অর্থাৎ বিকাশ গ্রাহকগণ ফিরে এসে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ ইন, কিংবা তথ্য হালনাগাদ করে পেতে পারবেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস।

তবে আগে জেনে নিতে হবে ক্যাম্পেইনের নিয়মাবলী:

  • গ্রাহকগণ বিকাশে ফিরে এসে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, কাশ ইন এর মধ্যে যেকোনো ২ টি সেবা ব্যবহার করে লেনদেন করে ৫০ টাকা পর্যন্ত কাশব্যাক পেতে পারবেন
  • প্রথম মাসে তথ্য হালনাগাদ করে পাওয়া যাবে ২৫ টাকা ক্যাশব্যাক
  • দ্বিতীয় মাসে প্রথম মাসে উপভোগ করা ২টি সার্ভিস ব্যতিত অবশিষ্ট সার্ভিসটি ব্যবহার করে ২৫ টাকা ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে
  • আবার প্রথম মাসে যদি তথ্য হালনাগাদ না করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় মাসে তথ্য হালনাগাদ করে ২৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে 
  • উল্লেখিত সার্ভিসসমূহ শুধুমাত্র একবার ব্যবহার করে লেনদেন করে ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে
  • বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে 

এবার চলুন জেনে নেওয়া যাক বিকাশ এর এই নতুন অফার এর শর্তসমূহ সম্পর্কে:

  • বিকাশ একাউন্ট  স্ট্যাটাস একটিভ থাকলে ও পর্যাপ্ত ব্যালেন্স থাকলে তবেই গ্রাহকগণ উল্লেখিত অফার পেতে পারেন
  • ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে গ্রাহকের একাউন্ট ইস্যুর কারণে অফার বিতরণ করা না গেলে সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না
  • গ্রাহকের একাউন্টের ইস্যু ছাড়া অন্য কোনো কারণে ক্যাশব্যাক প্রদান করা না গেলে সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষে পরের ২ মাসের মধ্যে ৩ বার ক্যাশব্যাক প্রদানের চেষ্টা করা করবে বিকাশ, এরপরও ক্যাশব্যাক প্রদান করা না গেলে সেক্ষেত্রে উক্ত গ্রাহক ক্যাশব্যাক পাবেন না
  • ক্যাশব্যাক পেতে হলে উল্লেখিত নিয়ম অনুসারে সঠিকভাবে লেনদেন সম্পন্ন করতে হবেব
  • কোনো ধরনের ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম পরিবর্তন এর অধিকার রাখে বিকাশ
  • ব্যবহৃত সার্ভিস লেনদেন এর ক্ষেত্রে কোনো রিফান্ড করা হলে, সম্পূর্ণ ক্যাশব্যাক ফেরত নেওয়া হবে
  • অফারের শর্তাবলি অনুযায়ী ক্যাশব্যাক পেতে ৫ কার্যদিবস পর্যন্ত লাগতে পারে। তাছাড়াও, অজানা যেকোনো কারণে ক্যাশব্যাক পেতে দেরি হতে পারে
  • গ্রাহকগণ বিকাশ সাপোর্ট 16247 নাম্বারে ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ বোনাস অফার

বিকাশ অফারটি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। বিকাশে ফিরে এসে গ্রাহকগণ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস পেতে পারেন। লেনদেন এর ন্যুন্যতম পরিমাণ ও নিয়মসমূহ অনুসরণ করে অফারটি পাওয়া যাবে

অর্থাৎ উল্লেখিত অফারটি নিয়মিত বিকাশ ব্যবহার করেন না অর্থাৎ যাদের বিকাশ একাউন্টে অনেকদিন ধরে কোনো লেনদেন হয়না তাদের জন্য প্রয়োজন। ঠিক কোন একাউন্টগুলো এই অফারের আওতায় পড়বে সে সম্পর্কে কিছু জানায়নি বিকাশ, তবে বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনার নাম্বারটি এই অফারের আওতায় পড়ে কিনা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *