মেসেঞ্জারে লাইভ লোকেশন শেয়ার করার উপায়

বর্তমান সময়ে মেসেজিং এর ক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ফেসবুক প্রতিনিয়ত তাদের মেসেঞ্জার অ্যাপে নানা রকমের প্রযুক্তি নির্ভর আপডেট দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে এসেছে।

মেসেঞ্জারের মাধ্যমে আপনি কোথায় আছেন বা আপনি কখন পৌঁছাবেন তা আপনার পরিবার বা বন্ধুদের সাথে লাইভ লোকেশন শেয়ার করে জানাতে পারবেন। আপনি যখন আপনার লাইভ অবস্থান শেয়ার করবেন তখন সেই কথোপকথনে থাকা লোকজনই শুধুমাত্র আপনার লাইভ লোকেশন দেখতে পারবে।

মেসেঞ্জারের লাইভ লোকেশন শেয়ার একটি নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং আপনি নিজেও যেকোনো সময় আপনার লোকেশন শেয়ার বন্ধ করতে পারবেন। লাইভ লোকেশন শেয়ার করার মাধ্যমে ব্যবহারকারী অনেক সময় অনেক বিপদের হাত থেকে বেঁচে যেতে পারেন।

আইফোনে মেসেঞ্জার লাইভ লোকেশন শেয়ার করার উপায়

  • চ্যাট থেকে একটি কথোপকথন চালু করুন।
  • টেক্সট বক্সের পাশে থাকা প্লাস আইকনে ট্যাপ করুন।
  • এবার এখানে থাকা লোকেশনে ট্যাপ করুন।
  • এই অপশনে থাকা “স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন” এ ট্যাপ করে আপনার লোকেশন শেয়ার করুন।
  • আইফোনে লাইভ লোকেশন শেয়ার করার জন্য আপনাকে অবশ্যই মেসেঞ্জার এর লোকেশন অ্যাক্সেস সব সময় অন রাখতে হবে।

আইফোনে লাইভ লোকেশন বন্ধ করার উপায়

  • চ্যাট অপশন ওপেন করে আপনি যে মেসেজে লাইভ লোকেশন শেয়ার করেছেন সেখানে স্ক্রল করুন।
  • এবার “ভিউ লোকেশন” এ ট্যাপ করে সেখানে থাকা “স্টপ শেয়ারিং লোকেশন” ট্যাপ করুন। এর ফলে আপনার লাইভ লোকেশন শেয়ার বন্ধ হয়ে যাবে।

এন্ড্রয়েডে লাইভ লোকেশন শেয়ার করার উপায়

১. চ্যাটবক্স থেকে আপনি যেই কথোপকথনে লাইভ শেয়ার চালু করতে চান সেই কথোপকথন নির্বাচন করুন।

Menu

২. এবার মেনু অপশন থেকে লোকেশনে ট্যাপ করুন।

Location Share

৩. এই অপশনে থাকা “স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন” এ ট্যাপ করে আপনার লোকেশন শেয়ার করুন।

Start Share

এন্ড্রয়েডে লাইভ লোকেশন বন্ধ করার উপায়

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

Messenger live location
  • মেসেঞ্জার এর চ্যাট অপশন চালু করুন।
  • আপনি যেই কথোপকথনে আপনার লাইভ লোকেশন শেয়ার করেছেন সেই কথোপকথন চালু করুন।
  • এবার “স্টপ শেয়ারিং লাইভ লোকেশন” অপশনে ট্যাপ করুন।

আমরা অনেক সময় চলাচলের ক্ষেত্রে লাইভ লোকেশন শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের অবস্থান আমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে বিভিন্ন সহায়তা পেতে পারি। মেসেঞ্জারের লাইভ লোকেশন সম্পর্কিত আমাদের এই আর্টিকেলটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *