সিমবিয়ান ও মিগো’র সাপোর্ট বন্ধ করে দিল নকিয়া

অবশেষে আনুষ্ঠানিকভাবে সিমবিয়ান ও মিগো অপারেটিং সিস্টেমের সকল অ্যাপ্লিকেশন ও ফার্মওয়্যার আপডেট বন্ধ করে দিল নকিয়া। ইতোপূর্বে নকিয়া থেকে ২০১৬ সাল পর্যন্ত সিম্বিয়ান আপডেট-আপগ্রেড ইস্যু করার ঘোষণা এসেছিল। তবে এই পর্যায়ে এসে গ্রাহকদের প্রতি সেই সমর্থনটুকুও আর রাখছেনা এক সময়কার এই মোবাইল জায়ান্ট।

সিম্বিয়ান অথবা মিগো চালিত ডিভাইসের জন্য যেসব ডেভলপাররা অ্যাপ্লিকেশন তৈরি করছেন তারা ১ জানুয়ারি ২০১৪ থেকে নকিয়া স্টোরে আর কোন নতুন অ্যাপ কিংবা সফটওয়্যার আপডেট সাবমিট করতে পারছেন না। তবে এর পরেও স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা সম্ভব হবে। আর পেইড অ্যাপের ক্ষেত্রে ডেভলপারগন তাদের পাওনা বুঝে পেতে থাকবেন।

মাইক্রসফটের নিকট মোবাইল ইউনিট বিক্রি করে দেয়ার পর গত অক্টোবরেই ফিনিশ কোম্পানিটি জানিয়েছিল যে, তারা ২০১৩ সালের পর থেকে সিম্বিয়ানের জন্য আর কোন সাপোর্ট সরবরাহ করবে না।

সিমবিয়ানের অফিসিয়াল ডেভলপার টিম ছোট্ট একটি টুইট বার্তার মাধ্যমে চূড়ান্তভাবে এই বিদায় জানিয়েছে। সিমবিয়ানসাইনড টিম বলেছে “এখানেই শেষ হল। আমরা আনুষ্ঠানিকভাবে সমর্থন বন্ধ করে দিলাম। বিগত বছরগুলোর জন্য সবাইকে ধন্যবাদ”।

আপনার কি কোন সিম্বিয়ান বা মিগো ওএস চালিত স্মার্টফোন আছে? সেটি নিয়ে কী ভাবছেন আপনি?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *