নতুন বছরে বিকাশ বোনাস নিন My Offers থেকে!

বিকাশ অ্যাপ এর “My Offers” সেকশনে চলে এসেছে বেশ কিছু নতুন অফার। বিকাশ গ্রাহকগণ বিকাশ অ্যাপে প্রবেশ করে My Offers সেকশনে প্রবেশ করে নিজের অফারসমূহ চেক করতে পারবেন। এই পোস্টে আমরা কিছু বিকাশ মাই অফার সম্পর্কে জানবো। বলে রাখা ভালো এই পোস্টে উল্লেখিত অফারগুলো পারসোনালাইজড, অর্থাৎ সকল গ্রাহক এসব অফার পাবেন না। তাই কোনো অফার আপনি পাবেন কিনা তা জানতে বিকাশ অ্যাপের মাই অফারস সেকশন থেকে নিশ্চিত হয়ে নিন। উল্লেখিত অফারগুলো পাওয়া যাবে জানুয়ারী ২০২৩ পর্যন্ত।

কার্ড টু বিকাশ ৫০টাকা ক্যাশব্যাক

কার্ড থেকে বিকাশে ২৫৯৯টাকা আনলে পাওয়া যাবে ৫০টাকা ক্যাশব্যাক বোনাস। ৫০টাকা ক্যাশব্যাক বোনাস পাওয়ার শেষ দিন ৩০ জানুয়ারী, ২০২৩। অফারটি পেতে My Offers সেকশনে প্রবেশ করে Get Offer বাটনে ট্যাপ করতে হবে।

  • অফারের ধরনঃ কার্ড টু বিকাশ
  • এমাউন্টঃ ২৫৯৯টাকা
  • বোনাসঃ ৫০টাকা ক্যাশব্যাক
  • শেষ মেয়াদঃ ৩০ জানুয়ারী, ২০২৩

ব্যাংক টু বিকাশ ৩০টাকা ক্যাশব্যাক

ব্যাংক থেকে বিকাশে ২৫৯৯টাকা আনলে পাওয়া যাবে ৩০টাকা ক্যাশব্যাক বোনাস। ব্যাংক থেকে বিকাশ ৩০টাকা ক্যাশব্যাক অফার পাওয়া যাবে ৩০ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত।

  • অফারের ধরনঃ ব্যাংক টু বিকাশ
  • এমাউন্টঃ ২৫৯৯টাকা
  • বোনাসঃ ৩০টাকা ক্যাশব্যাক
  • শেষ মেয়াদঃ ৩০ জানুয়ারী, ২০২৩
  • অফারটি পেতে My Offers সেকশনে প্রবেশ করে Get Offer বাটনে ট্যাপ করুন।

কার্ড টু বিকাশ ৫০টাকা ক্যাশব্যাক

মাত্র ৬৫০টাকা কার্ড টু বিকাশ করে পাওয়া যাবে ৫০টাকা ক্যাশব্যাক বোনাস। বিকাশ কার্ড টু বিকাশ ৫০টাকা ক্যাশব্যাক অফার পেতে ৬৫০টাকা বিকাশে আনতে হবে। এই অফার এর শেষ মেয়াদ ২৫ জানুয়ারী ২০২৩ পর্যন্ত। বিকাশ অ্যাপের My Offers সেকশনে প্রবেশ করে Get Offer বাটনে ট্যাপ করে অফারটি পাওয়া যাবে। 

  • অফারের ধরনঃ কার্ড টু বিকাশ
  • এমাউন্টঃ ৬৫০টাকা
  • বোনাসঃ ৫০টাকা ক্যাশব্যাক
  • শেষ মেয়াদঃ ২৫ জানুয়ারী, ২০২৩

কার্ড টু বিকাশ ১০০টাকা ক্যাশব্যাক

১৫,১০০টাকা কার্ড টু বিকাশ করলে পাওয়া যাবে ১০০টাকা ক্যাশব্যাক বোনাস। ১০০টাকা ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে ৩০জানুয়ারী ২০২৩ পর্যন্ত। অফারটি পেতে My Offers সেকশনে প্রবেশ করে Get Offer বাটনে ট্যাপ করুন।

বিকাশ মাই অফারে নতুন বোনাস সুবিধা নিন
  • অফারের ধরনঃ কার্ড টু বিকাশ
  • এমাউন্টঃ ১৫,১০০টাকা
  • বোনাসঃ ১০০টাকা
  • শেষ মেয়াদঃ ৩০ জানুয়ারী, ২০২৩

আবার বলে রাখছি এই পোস্টে উল্লেখিত অফার পাওয়ার আগে অবশ্যই বিকাশ অ্যাপের My Offers সেকশনে প্রবেশ করে চেক করে নিন আপনি উক্ত অফার পাবেন কিনা। এছাড়া আপনি উল্লেখিত অফার ছাড়া অন্য কোনো অফার পেলে তা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *