
দি ভার্জ আরও জানাচ্ছে, নকিয়ার এই ট্যাবলেট কম্পিউটারের কোডনাম হচ্ছে ‘ভ্যাংকুইশ’ যাতে থাকবে কোয়ালকম কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ১০.১ ইঞ্চি মনিটর, এলটিই ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম ইত্যাদি। যুক্তরাষ্ট্রে গেজেটটি পাওয়া যাবে এটিএন্ডটি ও ভেরিজনের ব্যানারে।
ট্যাবলেট কম্পিউটার বানানোর উদ্যোগ নকিয়ার জন্য এটাই প্রথমবার নয়।
এর আগেও এনভিডিয়া চিপ নির্ভর ট্যাবলেট তৈরির পরিকল্পনা করেছিল লুমিয়া নির্মাতা। যদিও শেষ পর্যন্ত ডিভাইসগুলো আর আলোর মুখ দেখেনি। এতে বিশেষ ব্যাটারি চালিত কিবোর্ড কভার থাকার কথা ছিল।
তবে বর্তমান মডেলে এ ধরণের কোন কভার থাকবে কিনা সেটি নিশ্চিত নয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
 - বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
 - বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
 - গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
 - বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
 - প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
 

 
			আমাদের যেকোনো প্রশ্ন করুন!