জাপানী টেক জায়ান্ট হোন্ডা নির্মিত জনপ্রিয় হিউম্যানয়েড রোবট “অসিমো” হঠাত করেই অনাকাঙ্ক্ষিত আচরণ করছে। সম্প্রতি, টোকিও’র মিরাকিয়ান বিজ্ঞান যাদুঘরে গাইড হিসেবে কর্মরত অবস্থায় প্রথম দিনেই এটি মানুষের হাত নড়াচড়া চিহ্নিত করায় ব্যর্থ হয়।
দর্শনার্থীদের কেউ কেউ যখন তাদের স্মার্টফোনের সাহায্যে ছবি তুলছিলেন তখন মোবাইল উঁচু করে রাখা লোকজন দেখে অসিমো এই ভেবে বার বার ভুল করছিল যে, তারা রোবটটির কাছে কোন তথ্য জানতে চাচ্ছে। বিবিসি অনলাইনের খবর।
টোকিও’র ঐ জাদুঘরে পরীক্ষামূলকভাবে আগামী চার মাস “ট্যুর গাইড” হিসেবে কাজ করবে হোন্ডার এই যন্ত্রমানব। রোবটটি মানুষের কথা সনাক্ত করতে পারেনা।
বরং, টাচস্ক্রিনের সাহায্যে ১০০টি লিখিত প্রশ্নের উত্তর দিতে পারে। ভীড়ের মধ্য থেকে কেউ হাত উঁচু করলে অসিমো তা সনাক্ত করে এবং বলে “হু ওয়ান্টস টু আস্ক অসিমো অ্যা কোয়েচশন?”…
হোন্ডার দাবি অনুযায়ী, অসিমো বিভিন্ন লোকজনের মুখমণ্ডল এবং কণ্ঠস্বর আলাদা আলাদাভাবেই চিনতে পারে। অসিমো তৈরি হয় ১৯৯৬ সালে এবং এখনও এর উন্নয়ন চলছে। (image – honda.)
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।