কম্পিউটিং জায়ান্ট এইচপি ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন বিশিষ্ট এন্ড্রয়েড চালিত স্লেট ২১ “অল-ইন-ওয়ান” ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। এটি মূলত একটি ডেস্কটপ কম্পিউটার যার ১০৮০পি আইপিএস স্ক্রিনের পেছন দিকে রয়েছে কিকস্ট্যান্ড এবং এটি এন্ড্রয়েড ওএসের সর্বশেষ ভার্সন (জেলি বিন ৪.২.২) ব্যবহার করবে।
স্লেট ২১ এ এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর, আলাদা কিবোর্ড ও মাউস আছে। তবে এর মনিটর অংশে কোন বিল্ট ইন ব্যাটারি না থাকায় আপনি একে “পোর্টেবল” ডেস্কটপ হিসেবে চালাতে পারবেন না। অবশ্য এতবড় একটি ডিভাইসকে চলতি পথে ব্যবহার করার আইডিয়াটাও একটু দুর্লভ হওয়ারই কথা!
এইচপির এই টাচস্ক্রিন ডেস্কটপে ৫টি পর্যন্ত ইউজার প্রোফাইল তৈরি করা যাবে। আর অফিস এপ্লিকেশন হিসেবে পাবেন কিংসফট এপ।
পুরোপুরি ডেস্কটপ অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে এতে আছে ইউএসবি সাপোর্ট এবং অপটিমাইজড সফটওয়্যার সিস্টেম। এর ৮ জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি এসডি কার্ড এবং পোর্টেবল হার্ড ডিস্ক সমর্থন কাজে লাগিয়ে আপনার স্পেস চাহিদাও মেটাতে পারবেন।
সেপ্টেম্বর মাসে মাত্র ৩৯৯ ডলার মূল্য নিয়ে বিক্রি শুরু হবে স্লেট ২১; চলুন দেখা যাক এই এন্ড্রয়েড ডেস্কটপ কেমন সাড়া ফেলতে সক্ষম হয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।