বাংলাদেশের বাজারে এলো আসুস জেনবুক ফ্লিপ এস (মডেল- ইউএক্স ৩৭০) নোটবুক। মাত্র ১০.৯ মিলিমিটার পাতলা ও ১.১ কেজি ওজনের এই ল্যাপটপটির স্ক্রিন ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে (ফ্লিপ করে) ব্যবহার করা যায়। এর মানে হচ্ছে, আপনি একে ট্যাবলেট আকারে এবং প্রেজেন্টেশন উপযোগী করে চালাতে পারবেন। ফুল এইচডি ডিসপ্লের জেনবুক ফ্লিপ এস এর স্ক্রিন-টু-বডি রেশিও ৮০ শতাংশ। স্ক্রিনের সুরক্ষায় আছে কর্নিং গরিলা গ্লাস!
আসুস জেনবুক ফ্লিপ এস UX370 ল্যাপটপটিতে পাচ্ছেন ১৬জিবি ডিডিআর-৪ র্যাম, ৮ম প্রজন্মের ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৫১২জিবি এসএসডি স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, কাঁচে ঢাকা টাচপ্যাড প্রভৃতি।
এর ব্যাটারি ব্যাকআপ পাবেন ১১.৫ ঘণ্টা পর্যন্ত, যা মাত্র ৪৯ মিনিটেই ৬০% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আরও আছে অরিজিনাল উইন্ডোজ ১০ প্রো ওএস।
আসুস জেনবুক ফ্লিপ এস নোটবুকটি স্টাইলাস সাপোর্ট করে, যার ফলে আপনি এটি দিয়ে সহজেই ডিজাইনের কাজও করতে পারবেন।
বাংলাদেশের বাজারে আসুস জেনবুক ফ্লিপ এস UX370 ল্যাপটপটি পাওয়া যাবে দৃষ্টিনন্দন রয়েল-ব্লু রঙে। এর দাম ১,৫১,০০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসুস বাংলাদেশ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।