আসছে এন্ড্রয়েড চালিত আইফোন ১০ স্মার্টফোনের ক্লোন!

আপনি যদি শুধুমাত্র ডিজাইন দেখে আইফোন ১০ এর ভক্ত হয়ে থাকেন, তাহলে আর লক্ষাধিক টাকা খরচ করে অ্যাপলের সবচেয়ে ব্যয়বহুল স্মার্টফোনটি কিনতে হবেনা। আপনার জন্য আসছে আইফোন ১০ এর ক্লোন কপি, যেটি বানিয়েছে চীনা কোম্পানি লিয়াগো। কোম্পানিটি ডিভাইসটির নাম দিয়েছে এস৯, এবং এটি দেখতে আইফোন ১০ এর মত। ফোনটির স্পেসিফিকেশনও চমৎকার।

আইফোন ১০ এর ক্লোন তৈরি করতে গিয়ে দারুণ কৌশল গ্রহণ করেছে লিয়াগো। তারা ফোনটির নাম দিয়েছে এস৯ (সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এস৯ এর নাম আগেই দখল করে নেয়ার জন্য)। ফোনটির ডিজাইন একদম আইফোন ১০ এর মত। দি ভার্জের কাছে পাঠানো লিয়াগো এস৯ ফোনের ছবি থেকে যা বোঝা যায়, ফোনটিতে আইফোনের মতই স্ক্রিনের চারপাশে খুবই কম জায়গা আছে। ডিসপ্লের উপরের দিকে রয়েছে খাঁজ। তবে ডিসপ্লের নিচের দিকে আইফোনের চেয়ে একটু বেশি জায়গা রয়েছে লিয়াগো এস৯ ফোনে।

এন্ড্রয়েড চালিত এই আইফোন ১০ ক্লোনের পেছনের দিকে দুটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স আছে। আরও আছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে এতে ফেইস আইডির মত কোনো ফিচার আছে কিনা তা নিশ্চিত নয়।

লিয়াগো এস৯ ফোনে আছে ৫.৮৫ ইঞ্চি স্ক্রিন, এমোলেড স্ক্রিন, ৬জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ, মিডিয়াটেক পি৪০ প্রসেসর প্রভৃতি।

লিয়াগো এর আগেও ক্লোন ফোন তৈরি করেছে। তারা স্যামসাং গ্যালাক্সি এস৮ এরও ক্লোন বানিয়েছে যার নাম এস৮

বোনাসঃ আইফোন ১০ এর অবাক করা ফিচারগুলো জেনে নিন!

যেসব মার্কেটে ক্লোন (অথবা মাস্টারকপি নামেও পরিচিত) ফোন কিনতে পাওয়া যায়, সেখানে খোঁজ নিলে আপনিও হয়ত ২৪-২৫ হাজার টাকায় আইফোন ১০ এর মত দেখতে লিয়াগো এস৯ পেতে পারেন। যদিও, এর চেয়ে অন্যান্য ব্র্যান্ড যেমন স্যামসাং, হুয়াওয়েই, ওয়ানপ্লাস, শাওমি, অপো প্রভৃতি ব্র্যান্ডের ফোনের মান ভাল হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *