উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নতুন ক্রিয়েটরস আপডেট উন্মুক্ত করা হবে চলতি বছরের প্রথম প্রান্তিকে, এমনটিই জানা যাচ্ছে। আর নতুন এই আপডেটে বিভিন্ন প্রফেশনাল, ডিজাইনার ও গেমারদের জন্য থাকছে বেশ কিছু নতুন ফিচার। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গেম মুড, যা প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।
উইন্ডোজ ১০ এর নতুন গেম মুড ফিচারটি কম্পিউটারে ভিডিও গেম খেলার জন্য বাড়তি সুবিধা দেবে। গেম মুড অপশন চালু করলে উইন্ডোজ ১০ সাময়িকভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেস থামিয়ে দিয়ে কম্পিউটারের কার্যক্ষমতা ভিডিও গেম খেলার জন্য বরাদ্দ করবে। ফলে পিসির কনফিগারেশন অনুযায়ী সর্বোত্তম গেমিং পারফরমেন্স পাওয়া যাবে।
ল্যাপটপের পাওয়ার সেভিং মুডের সাথে উইন্ডোজ ১০ গেম মুড’কে তুলনা করা যেতে পারে। পাওয়ার সেভিং চালু করলে পিসির বিভিন্ন ইফেক্ট ও ব্যাকগ্রাউন্ড সার্ভিস বন্ধ হয়ে যায়, ফলে কম ব্যাটারি ব্যবহৃত হয়। এতে করে স্বাভাবিক অবস্থার চেয়ে ব্যাটারির চার্জ বেশিক্ষণ স্থায়ী হয়। গেম মুড প্রায় একই কাজ করবে, তবে সেটা কম বিদ্যুৎ খরচ করার জন্য নয়, বরং কম্পিউটারের প্রসেসিং পাওয়ার গেমসের জন্য সরবরাহ করার উদ্দেশ্যে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।