সিটিসেল বন্ধ হয়ে গেল (আপডেট)

citycell pp

আপডেট: ৬ নভেম্বর বিটিআরসি আবার চালু করে দিয়েছে সিটিসেল

আগের পোস্ট: সরকারের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বন্ধ হয়ে গেল সিটিসেল। দেশের সর্বপ্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা ছিল ৪৭৭ কোটি টাকা, যা যথা সময়ে পরিশোধ করতে পারেনি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি।

২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিটিআরসির একটি প্রতিনিধিদল কোম্পানিটির প্রধান কার্যালয়ে গিয়ে বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করেন।

সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়নি। এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব বলেন, “সিটিসেলের তরঙ্গ স্থগিতের পর যে কোনো সময় লাইসেন্স বাতিল করতে পারে। এটি পলিসি ম্যাটার।”

সিটিসেলের তরঙ্গ স্থগিত করে দেয়ার পর এখন নতুন কোনো মোবাইল ফোন অপারেটর নিয়ে আসার কোনো চিন্তাভাবনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শেষ পর্যন্ত সিটিসেলের গ্রাহক সংখ্যা মাত্র দেড় লাখে নেমে এসেছিল। কোম্পানিটির গ্রাহক ও কর্মচারীরা কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা সে ব্যাপারে কোনো নিশ্চিত উত্তর মেলেনি।

 

সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,568 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *