অ্যাপল তাদের নতুন ওএস এক্স অপারেটিং সিস্টেম ভার্সনে এমন একটি ফিচার চালুর পরিকল্পনা করছে যার দ্বারা ম্যাক কম্পিউটারে আইফোনের ফিঙ্গারপ্রিন্ট বা টাচ আইডি দিয়ে লগইন করা (অর্থাৎ আনলক করা) যাবে। এই সুবিধা আগামী জুনে অ্যাপলের WWDC সম্মেলনে উন্মোচিত হবে। অন্তত ম্যাকরিউমরস এমনটিই লিখছে।
এটা ব্লুটুথ ব্যবহার করে আনলক করার কাজটি করবে যেমনি আইফোনের সাহায্যে অ্যাপল ওয়াচ আনলক করা হয়, যেখানে ঘড়ির স্ক্রিনে আলাদাভাবে কোনো পাসকোড দরকার হয়না।
নতুন এ ফিচারটি বেশ ব্যবহারবান্ধব হবে যার দ্বারা আপনি আপনার আইফোন অথবা আইওয়াচ ব্যবহার করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই সুবিধাটি দেয়ার জন্য অ্যাপল প্রথমে আপনার ম্যাক কম্পিউটারে এবং আইফোনের সেটিংসে নতুন ভেরিফিকেশন ফিচার যুক্ত করবে এবং সেখানে পাসওয়ার্ড ভেরিফাই করার পর আপনার আইফোনে এই লক সিস্টেম চালু করতে পারবেন। চূড়ান্ত পর্যায়ে ফিচারটি কীভাবে কাজ করবে তা পরিবর্তিতও হতে পারে, তবে আইফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাহায্যে ম্যাক কম্পিউটার আনলক করার সুবিধাটি মোটামুটি এরকমই হবে।
এই ফিচারের কারণে ম্যাক কম্পিউটারে আর আলাদাভাবে বায়োমেট্রিক সেন্সর বসাতে হবে না।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।