২০১৫ সালের সিইএসে (কনস্যুমার ইলেকট্রনিক্স শো) এলজি নিয়ে আসছে ওয়াইফাই মিউজিক ফ্লো স্পিকার যা ম্যাসেজিং সার্ভিস ‘লাইন’ ব্যবহার করে কমান্ড নিতে পারবে। যেমন এই স্পিকারকে যদি পার্টির জন্য মিউজিক প্লে করতে কমান্ড দেয়া হয় তবে এটি পার্টি প্লেলিস্টে সাজানো গান চালাতে শুরু করবে। এছাড়া প্লে/পজ/স্টপ এসব সাধারণ কমান্ড তো থাকবেই।
এতে আরো আছে ‘অটো মিউজিক প্লে’ ফিচার যার দ্বারা স্পিকারের এক ফুটের মধ্যে কোনো স্মার্টফোন নিয়ে এলে স্পিকার তা সনাক্ত করতে পারে এবং ফোনে বাজতে থাকা মিউজিক নিজেও প্লে করে।
এই স্পিকার ২.৪ ও ৫ গিগাহার্জ মাত্রার ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই ব্যবহার করবে এবং একের অধিক স্পিকার কানেক্ট করার সুবিধা দেবে।
এলজি ২০১৫ লাইনে আছে তিনটি সাউন্ড বার, তিনটি স্ট্যান্ড্যালন ওয়াইফাই স্পিকার এবং নতুন পোর্টেবল মডেল NP8350; ডিভাইস সংশ্লিষ্ট ফ্লো অ্যাপ আইফোন ও এন্ড্রয়েডের জন্য পাওয়া যাবে। তবে এর দাম এখনও জানায়নি এলজি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।