রিয়েলমি সি৭৫ এলো চমক নিয়ে – পানির নিচে সচল থাকবে ১০ দিন!

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি আজ তাদের নতুন সি৭৫ মডেলের ফোন নিয়ে এসেছে দেশের বাজারে। রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে রয়েছে আইপি৬৯ রেটিং, যা ফোনকে ধুলা, পানি, তাপমাত্রা ও উচ্চ-চাপের পানির প্রবাহ থেকে সুরক্ষিত রাখবে।

রিয়েলমি সি৭৫ এর নকশা করা হয়েছে আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ এর সমন্বয়ে। ফলে এটি বেশ মজবুত ও সুরক্ষিত কাঠামো প্রদান করবে। রিয়েলমি জানিয়েছে, এই ফোনটি উচ্চমাত্রায় ধূলা ও পানিরোধী। এটি ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা পর্যন্ত অক্ষত থাকবে। পানির গভীরতা যদি ০.৫ মিটার হয় তাহলে তাতে ফোনটি টানা ১০ দিন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি ছাড়াই টিকে থাকতে পারবে।

ফোনটিতে রয়েছে সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি যা শব্দতরঙ্গ ব্যবহার করে ফোনের চার্জিং পোর্ট ও স্পিকার এরিয়া থেকে পানি অপসারণ করতে সক্ষম। সুতরাং ধারণা করাই যাচ্ছে, ডিভাইসটি বেশ চমকপ্রদ কিছু সুবিধা প্রদান করছে।

ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নির্ভরযোগ্য স্থায়িত্ব। ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটির তেমন কোনো ক্ষতি হবেনা বলে জানা গেছে রিয়েলমির তরফ থেকে। তাছাড়া উন্নত আর্মরশেল গ্লাস দ্বারা সুরক্ষিত স্ক্রিন থাকার ফলে ফোনটির ডিসপ্লেও বেশ টেকসই ও মজবুত হবে। থাকছে ৬.৭২ ইঞ্চি ৯০ হার্টজ ফুল এইচডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে দেয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯২ ম্যাক্স।

শুধু মজবুত কাঠামোই নয়- রিয়েলমি সি৭৫ ফোনে থাকছে চমৎকার সব স্পেসিফিকেশন। এতে পাচ্ছেন  ৬০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। সাথে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। ৮ জিবি মূল র‍্যাম + ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সুবাদে মাল্টিটাস্কিং অভিজ্ঞতা হবে মসৃণ এবং দ্রুত।

realme C75

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফোনটির পেছনের ক্যামেরায় থাকছে তিনটি লেন্স যার মূল লেন্সটি ৫০ মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরাটি হচ্ছে ৮ মেগাপিক্সেল। থাকছে বিভিন্ন রকম এআই ফিচার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক – এই দুই রঙে পাওয়া যাবে ডিভাইসটি। ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি অথবা ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।

কেমন লাগল রিয়েলমি সি৭৫? আপনি কি এটি কিনবেন? কমেন্টে মতামত জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *