ফিনিশ কোম্পানি নকিয়া এবার উইন্ডোজ ফোন ওএস চালিত স্মার্টফোন সিরিজ লুমিয়া’র ডুয়াল সিম ভার্সন তৈরি করছে বলে জানা যাচ্ছে। নির্ভরযোগ্য স্মার্ট-গেজেট তথ্য ফাঁসকারী টুইটার একাউন্ট ‘ইভলিকস’ দুই-সিমওয়ালা নতুন এই লুমিয়া ফোনের স্ক্রিনশট পোস্ট করেছে।
সেটটির হোমস্ক্রিনে দুটি সিমের জন্য আলাদা আলাদা দুটি মেসেজ ও কল টাইল দেখা যায়। আরও রয়েছে ডুয়াল নেটওয়ার্ক সিগন্যাল স্ট্রেন্থ বার যা ডুয়াল লাইনের দিকেই ইঙ্গিত দেয়।
সদ্য লিক হওয়া এই লুমিয়া ফোনটির কোডনেম ‘মানিপেনি’ বলেই জানা গেছে। আর এর সম্ভাব্য মডেল নাম্বার হচ্ছে ৬৩০ (স্ক্রিনের উপরের দিকে ডানপাশে ৬:৩০ সময় দেখানো হয়েছে; সেখান থেকেই মূলত এই ধারণা এসেছে)।
এদিকে উইন্ডোজ ওএস এবং এর দ্বারা চালিত ডিভাইসের খোঁজ খবর রাখে এমন একটি সাইট উইনবেটা লিখছে, লুমিয়া ৬৩০ একটি সুলভ মূল্যের স্মার্টফোন হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা এধরণের ফোন সাধারণত উন্নয়নশীল দেশগুলোতেই বেশি।
আপনি কি ডুয়াল সিমের লুমিয়া ফোন কিনতে আগ্রহী? এর সম্ভাব্য মূল্য কত হলে আপনি খুশি হবেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।