আইওএস ৭ এর জন্য চলে এলো জেইলব্রেক!

ios family photo  ....বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা বাড়তি কিছু কাস্টমাইজেশন সুবিধা ভোগ করার লক্ষ্যে তাদের গেজেটগুলো ‘জেইলব্রেক’ (বলা চলে এক প্রকার হ্যাকিং) করে থাকেন। এতে আনঅফিসিয়াল উপায়ে ডিভাইসগুলো থেকে বাড়তি পারফরমেন্স পাওয়া সম্ভব হয়। আইওএসউইন্ডোজ ফোন ওএসের ক্ষেত্রে এটি ‘জেইলব্রেক’ নামে পরিচিত। এন্ড্রয়েড ইউজাররা প্রায় একই উদ্দেশ্যে ডিভাইসটি ‘রুট’ করে নেন।

উল্লিখিত উপায়গুলো ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) কোম্পানি কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ বলে ঘোষিত থাকে। কিন্তু তারপরেও এই ‘গিকি হ্যাকিং’ কার্যক্রম সগৌরবেই চলে আসছে।

এরই ধারাবাহিকতায় এবার অ্যাপল আইওএসের সর্বশেষ (সপ্তম) সংস্করণের জেইলব্রেক পদ্ধতিও প্রকাশ করা হয়েছে। জনপ্রিয় হ্যাকার টিম ইভেডারস ‘evad3rs’ ২২ ডিসেম্বর এক টুইট বার্তায় আইওএস ৭ এর জেইলব্রেক রিলিজ করার কথা জানিয়েছে।

‘ইভেশন৭’ কোডনেমের এই জেইলব্রেক ইনস্টল করতে চাইলে আপনার মাত্র ৫ মিনিট সময় লাগবে বলে জানাচ্ছে ঐ হ্যাকার দল। তারা লিখছে, এই পদ্ধতি আইওএস ৭.০ থেকে শুরু করে ৭.০.৪ পর্যন্ত সকল ভার্সনে কাজ করবে। সব মিলিয়ে এতে যেসব সফটওয়্যার/যন্ত্রপাতি দরকার হবে সেগুলো হচ্ছেঃ

  • আইওএস ৭.০ থেকে শুরু করে ৭.০.৪ যেকোন ভার্সন চালিত একটি আইফোন, আইপ্যাড অথবা আইপড যা আপনি জেইলব্রেক করতে চান
  • এবার এই লিংকে গিয়ে পুরো প্রসেস ও টুলস জেনে নিন
  • একটি কম্পিউটার নিন, যাতে কমপক্ষে- উইন্ডোজ এক্সপি, ম্যাক ওএস এক্স ১০.৬ অথবা লিনাক্স এক্স৮৬ / এক্স৮৬_৬৪ ওএস চালু আছে
  • আপনি যদি উইন্ডোজ পিসি ব্যবহার করেন, তাহলে তাতে আইটিউনস ইনস্টল করা থাকতে হবে
  • কম্পিউটারের সাথে আইফোন/আইপ্যাড/আইপড কানেক্ট করার জন্য একটি ইউএসবি ডেটা ক্যাবল দরকার হবে
  • আর… ৫ মিনিট সময়!

জেইলব্রেক শুরুর আগে অবশ্যই আপনি আপনার ডিভাইসটির সম্ভাব্য সকল প্রকার ব্যাকআপ রাখবেন। কেননা সাবধানতার কোনো বিকল্প নেই।

এখানে আইওএস ৭ জেইলব্রেকের একটি ভিডিও টিউটোরিয়াল এমবেড করে দেয়া হল। এটি দেখেও পুরো প্রক্রিয়াটি সম্পর্কে ভাল ধারণা নিতে পারেন।

আপনি কি আপনার আইওএস ৭ চালিত ডিভাইসটি জেইলব্রেক করতে আগ্রহী? আশা করি মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন। শুভকামনা রইল!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *