আপনি যদি আপনার ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতে চান বা নিকনেম যুক্ত করতে চান, তাহলে এটি খুব সহজে করতে পারবেন। ফেসবুক এর নিয়ম অনুসারে, প্রতি ৬০দিনে সর্বোচ্চ একবার ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করা যায়।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতে হয়। এই পোস্টে জানবেনঃ
- ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন পলিসি কি
- ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম
- কম্পিউটারে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন
- মোবাইলে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন
- ফেসবুক একাউন্টে নিকনেম ব্যবহারের নিয়ম
ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন পলিসি কি?
ফেসবুকে আপনার লিগ্যাল বা অফিসিয়াল নাম ব্যবহার করা বাধ্যতামূলক নয়। তবে কি ধরনের নাম ব্যবহার করতে পারবেন না, তা নিয়ে ফেসবুকের বেধে দেওয়া কিছু নিয়ম রয়েছে।
ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নাম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে ফেসবুক কতৃপক্ষ। ফেসবুক একাউন্টের নাম যে ধরনের বিষয়সমুহ ব্যবহার করা যাবেনাঃ
- চিহ্ন, সংখ্যা, নন-স্ট্যান্ডার্ড ক্যাপিটালাইজেশন, পুনরাবৃত্তি করা অক্ষর, বা বিরাম চিহ্ন (যেমনঃ R4him, Sak1b, Sad!a)
- একাধিক ভাষার অক্ষর
- যেকোনো ধরনের ধর্মীয় বা প্রফেশনাল টাইটেল (Dr, Mrs, Lord, Enginner)
- নামের পরিবর্তে শব্দ বা বাক্যাংশ
- ফেসবুক কমিনিউটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায় এমন শব্দ বা বাক্যাংশ
- ব্যাক্তির বদলে প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে এমন শব্দ বা বাক্যাংশ
মনে রাখবেন, ফেসবুক প্রোফাইল হলো ব্যক্তিগত ব্যবহারের জন্য। অর্থাৎ আপনার বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ রাখতে ফেসবুক প্রোফাইল ব্যবহার করুন। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য ফেসবুক একাউন্ট নয়, বরং ফেসবুক পেজ ব্যবহার করুন। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কমিনিউটি তৈরি করতে চাইলে ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয়পত্র বা সরকার কতৃক অনুমোদিত নাম ফেসবুক একাউন্টের নাম হিসেবে ব্যবহার করা শ্রেয়। এক্ষেত্রে আপনার ফেসবুক একাউন্ট ব্লক বা লক হয়ে গেলে ভেরিফিকেশন মেথড হিসেবে এনআইডি কার্ড, পাসপোর্ট, ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম
মোবাইল অ্যাপ কিংবা ডেস্কটপ ব্রাউজার ব্যবহার করে প্রতি ৬০দিনে একবার ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কম্পিউটারে ব্রাউজার ও মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করে কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতে হয়।
কম্পিউটারে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন
কম্পিউটার থেকে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতেঃ
- ফেসবুকে প্রবেশ করুন, লগিন করা না থাকলে লগিন করুন
- স্ক্রিনের ডানদিকের কর্নারে থাকা ডাউন অ্যারোতে ক্লিক করুন
- Settings & Privacy সিলেক্ট করে Settings এ ক্লিক করুন
- Name এর পাশে থাকা Edit এ ক্লিক করুন
- ফেসবুক একাউন্টের নতুন নাম লিখুন ও প্রদত্ত নাম ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন
- নাম চেঞ্জ করতে Review Changes এ ক্লিক করুন
উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুকে একাউন্টের নাম পরিবর্তন হয়ে যাবে। তবে আপনি যদি উল্লেখিত উপায়ে নাম পরিবর্তনে ব্যার্থ হোন, তবে এই ফর্মটি পূরণ করে নাম পরিবর্তনের আবেদন করতে পারেন।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
মোবাইলে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন
ফেসবুক এর অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ ব্যবহার করে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করা যাবে। এছাড়াও ব্রাউজার ব্যবহার করেও একই কাজ করা সম্ভব। মোবাইল থেকে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করতেঃ
- ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
- অ্যান্ড্রয়েডের টপে ও আইওএস এর বোটমে থাকা হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
- নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy সিলেক্ট করে Settings এ ট্যাপ করুন
- Personal and Account Information এ ট্যাপ করুন
- Name এ ট্যাপ করুন
- নতুন নাম প্রদান করুন ও ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন
- এরপর Review Changes এ ট্যাপ করে নাম পরিবর্তন সেভ করুন
- প্রয়োজন হলে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে Save Changes এ ট্যাপ করুন।
👉 ফেসবুক ইমেইল পরিবর্তন করার উপায়

ফেসবুক একাউন্টে নিকনেম ব্যবহারের নিয়ম
ফেসবুক একাউন্টের নামের পাশে ব্র্যাকেটে নিকনেম প্রদর্শন করা হয়। নিকনেম এড করা বেশ সহজ। ফেসবুক নিকনেম এড করতেঃ
- ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
- অ্যান্ড্রয়েডের টপে ও আইওএস এর বোটমে থাকা হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
- নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy সিলেক্ট করে Settings এ ট্যাপ করুন
- Personal and Account Information এ ট্যাপ করুন
- Name এ ট্যাপ করুন
- Add a nickname, a birthname… এ ট্যাপ করুন
- এরপর একটি নিকনেম যুক্ত Save এ ট্যাপ করুন
- নিকনেম প্রোফাইলে নামের পাশে প্রদর্শন করতে Show at top of profile অপশনটি চালু করে দিন।
মনে রাখবেন বার বার নাম পরিবর্তন করতে চাইলে ফেসবুক সেটা অনুমোদন নাও দিতে পারে। তাই প্রতি ২ মাস পর পর নাম পরিবর্তন করার চেষ্টা করলে সফল নাও হতে পারেন। এজন্য আপনার ফেসবুক নামে ভুল থাকলে তা সতর্কভাবে সংশোধন করে নিন যাতে বার বার পরিবর্তনের অনুরোধ রাখতে না হয়।
আপনি কি ফেসবুকে আপনার আসল নাম ব্যবহার করেন? ফেসবুকে নাম সম্পর্কিত নীতিমালা নিয়ে আপনার মতামত জানান কমেন্টে!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।