শাওমি রেডমি ৫ এবং রেডমি ৫ প্লাস আপনাকে অবাক করে দেবে

একাধিকবার ছবি ও তথ্য ফাঁস হওয়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল শাওমি রেডমি ৫ এবং রেডমি ৫ প্লাস স্মার্টফোন। এশিয়ার স্মার্টফোন বাজারে দারুণ জনপ্রিয় চীনা কোম্পানি শাওমির নতুন এই দুটি এন্ড্রয়েড স্মার্টফোন তাদের স্পেসিফিকেশন এবং দামের চমক দিয়ে আপনাকে অবাক করে দেবে। চলুন জেনে নিই কী এমন নিয়ে আসছে শাওমি রেডমি ৫ এবং রেডমি ৫ প্লাস।

শাওমি রেডমি ৫

ক্রমবর্ধমান প্রতিযোগিতার এই স্মার্টফোন বাজারে নিজের প্রবৃদ্ধি ধরে রাখার জন্য শাওমির পোর্টফোলিওতে রেডমি ৫ ফোনটি ভালোই কাজে দেবে। ডিভাইসটির স্পেসিফিকেশন নিচে দেখে নিন।

  • ১৮:৯ র‍্যাশিওর ৫.৭ ইঞ্চি স্ক্রিন। ডিসপ্লের চারপাশে বাড়তি জায়গা খুবই কম।
  • স্ক্রিন রেজ্যুলেশন ৭২০ x ১৪৪০ পিক্সেল। ২৮২ পিপিআই পিক্সেল ডেনসিটি। গরিলা গ্লাস প্রটেকশন।
  • এন্ড্রয়েড ৭.১.২ নোগাট ভিত্তিক এমআইইউআই ৯ অপারেটিং সিস্টেম।
  • স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর।
  • ৩জিবি র‍্যামের সাথে ৩২জিবি স্টোরেজ, ২জিবি র‍্যামের সাথে ১৬জিবি স্টোরেজ।
  • ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ।
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ডুয়াল সিম, সেকেন্ড সিমে মেমোরি কার্ড স্লট (১২৮জিবি পর্যন্ত)।
  • ফোরজি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • ৩৩০০ এমএএইচ ব্যাটারি।
  • কালার ভ্যারিয়েশনঃ ব্ল্যাক, গোল্ড, লাইট ব্লু, রোজ গোল্ড।

শাওমি রেডমি ৫ বাজারে আসছে এই ডিসেম্বরেই। ১৬জিবি ভ্যারিয়েশনের দাম হবে ১২০ ডলার (১০ হাজার টাকার কাছাকাছি), ৩২জিবি ভ্যারিয়েশনের দাম ১৩৫ ডলার (১১ হাজার ২০০ টাকার মত)।

শাওমি রেডমি ৫ প্লাস

শাওমি রেডমি ৫ প্লাস ফোনে রয়েছে আরও বেশি চমক। এর শক্তিশালী স্পেসিফিকেশন আর অত্যন্ত আকর্ষণীয় দামের সমন্বয় আপনাকে মুগ্ধ করবে। এখানে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন ও দাম।

  • ১৮:৯ র‍্যাশিওর ৫.৯ ইঞ্চি স্ক্রিন। ডিসপ্লের চারপাশে বাড়তি জায়গা খুবই কম।
  • স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০ x ২১৬০ পিক্সেল। ৪০৩ পিপিআই পিক্সেল ডেনসিটি। গরিলা গ্লাস প্রটেকশন।
  • এন্ড্রয়েড ৭.১.২ নোগাট ভিত্তিক এমআইইউআই ৯ অপারেটিং সিস্টেম।
  • স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর।
  • ৩জিবি র‍্যামের সাথে ৩২জিবি স্টোরেজ, ৪জিবি র‍্যামের সাথে ৬৪জিবি স্টোরেজ।
  • ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ।
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ডুয়াল সিম, সেকেন্ড সিমে মেমোরি কার্ড স্লট (১২৮জিবি পর্যন্ত)।
  • ফোরজি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি।
  • কালার ভ্যারিয়েশনঃ ব্ল্যাক, গোল্ড, লাইট ব্লু, রোজ গোল্ড।

রেডমি ৫ প্লাস ফোন বাজারে আসছে চলতি মাসেই। ৩২জিবি ভ্যারিয়েশনের দাম হবে ১৫০ ডলার (১৩ হাজার টাকার মত), ৬৪জিবি ভ্যারিয়েশনের দাম ১৮০ ডলার (বাংলাদেশি টাকায় ১৫ হাজার টাকারও কম)।

এখানে জানিয়ে রাখছি, ফোনদুটি বাংলাদেশে আসার পর বিভিন্ন ফি/ডিউটির কারণে এই দাম কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাও আশা করি খুব বেশি হবেনা। আপনি কোনটি কিনবেন? শাওমি রেডমি ৫ নাকি শাওমি রেডমি ৫ প্লাস?

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,149 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.