এন্ড্রয়েড চালিত ট্যাবলেট প্রকাশ করল নকিয়া!

nokia tablet 1

ফিনল্যান্ডের ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা নকিয়া তাদের মোবাইল ফোন ইউনিট মাইক্রোসফটের নিকট বিক্রি করে দিলেও এত সহজে হাল ছাড়তে চাইছেনা। প্রযুক্তি বিশ্বের সবাইকে অবাক করে দিয়ে ১৮ নভেম্বর মঙ্গলবার এন্ড্রয়েড চালিত ট্যাবলেট ডিভাইস তৈরির ঘোষণা দিয়েছে নকিয়া।

৭.৯ ইঞ্চি (২০৪৮ x ১৫৩৬পি) স্ক্রিনের এই ‘নকিয়া এন১’ ব্র্যান্ডের ট্যাবলেট ডিভাইসটিতে থাকছে ২.৩ গিগাহার্টজ ইনটেল কোয়াড-কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২জিবি র‍্যাম, ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ, অ্যালুমিনিয়াম বডি, ব্লুটুথ, ওয়াইফাই, ৫৩০০ এমএএইচ ব্যাটারি, নকিয়া জেড লঞ্চার অ্যাপ ও এন্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম।

Nokia N1

নকিয়া এন১ ট্যাবলেটে থাকবে নতুন প্রজন্মের রিভার্সিবল ইউএসবি কানেক্টর। ডিভাইসটির ওজন হবে মাত্র ৩১৮ গ্রাম এবং দাম ২৪৯ মার্কিন ডলার। এটি দেখতে অনেকটা আইপ্যাড মিনি’র মত।

চীনা নতুন বছরে চীন থেকে যাত্রা শুরু করবে নকিয়া এন১ ট্যাব। ইংরেজি বর্ষের হিসেব অনুযায়ী ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি বাজারে আসবে ডিভাইসটি। এরপর বিশ্বের অন্যান্য (নির্বাচিত) দেশে পাওয়া যাবে নকিয়া এন ওয়ান।

কেমন হবে নকিয়া এন১ ?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *