ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস ফোন নিয়ে কেন এত হইচই?

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স সম্প্রতি তাদের ‘হট ৫০ প্রো প্লাস’ ফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। এটি হচ্ছে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির সবচেয়ে স্লিম স্মার্টফোন। ডিভাইসটিতে নতুন টাইটানউইং আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এর ফলে ফোনটি একই সাথে স্লিম এবং মজবুত হয়েছে।

এটি মধ্যম বাজেটে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে পারবে বলে আশা করছে ইনফিনিক্স। আর এই সবকিছু মিলিয়ে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন নিয়ে চলছে বেশ আলোচনা। এই পোস্টে আমরা জানব কী থাকছে এই ফোনে যা একে প্রযুক্তিপ্রেমীদের আলোচনার বিষয়বস্তু করে তুলেছে।

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে বিশ্বের ‘সবচেয়ে স্লিম’ থ্রিডি-কার্ভড স্ক্রিন।  ফোনটিতে পাচ্ছেন অ্যামোলেড প্রযুক্তির ৬.৭৮-ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রিনের সুরক্ষার জন্য দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস।

ডিভাইসটিতে ব্যবহৃত ‘টাইটানউইং আর্কিটেকচার’ এটিকে সুপার স্লিম করতে মূল ভূমিকা পালন করেছে। ফোনটি একটি ভারসাম্যপূর্ণ গঠন এবং টেকসই কাঠামো নিয়ে এসেছে। এটি সম্ভব হয়েছে এর ফেদারলাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশনের কারণে। ডিভাইসটি ওজনে হালকা হলেও বেশ মজবুত।

হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনে দেয়া হয়েছে হেলিও জি১০০ প্রসেসর, যা গেমিং এবং মাল্টিটাস্কিং করার জন্য অত্যন্ত উপযোগী। এতে পাচ্ছেন ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং সেই সাথে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ল্যাগ ছাড়াই ব্যবহার করা যাবে অন্তত পাঁচ বছর, এমনটিই জানিয়েছে ইনফিনিক্স। 

Infinix HOT 50 PRO plus
Infinix HOT 50 PRO+ (Official Image)

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

৫০০০ এমএএইচ ব্যাটারির হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনে থাকছে ৩৩ ওয়াটের ফাস্টচার্জ সাপোর্ট। স্মার্টফোনটির মূল ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আছে। এটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে আরও একটি লেন্স দেয়া হয়েছে ফটোগ্রাফিতে সহায়ক হিসেবে। অপরদিকে ফ্রন্টে পাচ্ছেন ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এআই ফেস ডিটেকশন, এআই নাইট মোড, এআই ভয়েস ক্যাপচার এবং আরও অনেক এইআই ভিত্তিক ফিচারও রয়েছে।

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনটি টাইটানিয়াম গ্রে, স্লিক ব্ল্যাক, এবং ড্রিমি পার্পল এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ২৩,৯৯৯ টাকা মূল্যে দেশের বাজারে অথরাইজড স্টোর, ব্র্যান্ড স্টোর ও অনলাইন শপে ফোনটি পাওয়া যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,544 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *